এই সময়ের সেরা সুপার মডেলদের একজন জিজি হাদিদ। এর আগে নানা সময়ে নিপীড়নের শিকার ফিলিস্তিনি জনগনের প্রতি সহমর্মিতা জানিয়েছিলেন। মুখ খুলেছিলেন ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পরও। এবার দুই দেশের ক্ষতিগ্রস্ত মানুষদের অনুদানের ঘোষণা দিলেন তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে করা এক পোস্টে জিজি জানান, এই শরতে ফ্যাশন শো থেকে তাঁর যা আয় হবে সবটাই ইউক্রেনিয়ান ও ফিলিস্তিনিদের অনুদান দেবেন। জিজি এই ঘোষণা দিলেন আরেক মডেল মিকা আরগানারাজের অনুদানের আহ্বানের পর।
পোস্টে জিজি বলেন, ‘ফ্যাশন শোর টানা সূচির মধ্যে আমাকে ও সহকর্মীদের নতুন ফ্যাশন সংগ্রহ করে উপস্থাপন করতে হয়। কিন্তু কাজটা করতে হচ্ছে হূদয়ভাঙা ও ট্রমাটিক এক সময়ে। এখন ফ্যাশন শোর যে চলমান সূচী তা নিয়ে আমাদের করার আছে সামান্যই। তবে একটা কথা বলতে চাই। আমার বন্ধু মিকা আরগানারাজের পদাঙ্ক অনুসরণ করে আমি এই শরতের সব আয় ত্রাণ সহায়তা হিসেবে যুদ্ধবিদ্ধস্ত ইউক্রেন ও ফিলিস্তিনে দিতে চাই। ’
বিবৃতিতে সবকিছুর ঊর্ধ্বে বিপদগ্রস্তদের মানুষ হিসেবে বিবেচনারও আহ্বান জানান তিনি, ‘আমাদের চোখ ও হূদয় সব সময় ন্যায়ের পক্ষে। আমরা কি পারি না জাতি, বর্ণ, ধর্মের ঊর্ধ্বে উঠে সবাইকে মানুষ হিসেবে বিবেচনা করতে। দিন শেষে নিষ্পাপরাই প্রাণ দিচ্ছে, নেতারা নয়। ’