নাসিম রুমি: দেশের ১০টির বেশি জেলা বন্যাকবলিত। উৎকণ্ঠায় গোটা দেশের মানুষ। ব্যতিক্রম নন তারকা শিল্পীরাও। জানাচ্ছেন প্রতিক্রিয়া, উদ্যোগ নিচ্ছেন সহযোগিতার। ভয়াবহ বন্যায় পানিবন্দি হয়ে পড়েছেন লক্ষাধিক মানুষ, যাদের উদ্ধারে ইতোমধ্যে সেনাবাহিনীর পাশাপাশি কোস্টগার্ড, বিজিবি ও নৌবাহিনী যোগ দিয়েছে। সাধারণ মানুষও এগিয়ে এসেছেন বন্যার্তদের সাহায্য করতে। দেশের বিনোদন অঙ্গনের অনেকেও বন্যার্তদের পাশে দাঁড়িয়েছেন। এ তালিকায় আছেন নন্দিত অভিনেত্রী জয়া আহসান।
প্রায় ২০ দিন ফেসবুকে কোনো পোস্ট করেননি জয়া। ভয়াবহ বন্যা থেকে মানুষকে রক্ষা করতে ফেসবুকে সবর হয়েছেন অভিনেত্রী। ফেসবুকে একটি পোস্ট করে বন্যায় যখন ডুবতে বসেছে দেশ, তখন বন্যার্তদের সাহায্য করতে নগদ অর্থ পাঠানোর আহ্বান জানিয়েছেন অভিনেত্রী। অন্যদিকে পানিবন্দি মানুষের পাশে দাঁড়াতে শুক্রবার (২৩ আগস্ট) ফেসবুক পোস্ট করেছেন জয়া আহসান।
পোস্টটিতে জয়া বলেছেন, ‘কোনো পূর্বাভাস না দিয়ে প্রলয়ের মতো কী এক বন্যা এসে দেশের পূর্বদিক একেবারে ভাসিয়ে নিয়ে গেল। মানুষের অসহায়তার ছবি দেখে মনটা ভারি হয়ে আছে। মানুষই এর উপশম দিতে পারে। মানুষ এক হলে কেমন অভূতপূর্ব ঘটনা ঘটাতে পারে, সেটা আমরা ছাত্র-জনতার অভ্যুত্থানে বিস্মিত হয়ে দেখেছি। একটা ভয়াবহ রাজনৈতিক বিপর্যয় থেকে আমরা রক্ষা পেয়েছি।’
সবাইকে এক হওয়ার প্রসঙ্গ টেনে জয়া বলেন, ‘এখন তো আমাদের দেশটা গড়ার নতুন সময়, এখন তো হাতে হাত রেখে কাজ করার জন্য আমরা সবাই প্রস্তুত হচ্ছিলাম, রিবিল্ড, রিফর্ম বাংলাদেশের স্বপ্ন আমাদের, সবার জন্য নিরাপদ বাংলাদেশের স্বপ্ন। আবার এক হলে এই বিপদ থেকেও মানুষকে উদ্ধার করতে পারব।’
বন্যার্তদের সাহায্য করার বিষয়ে জয়া বলেন, ‘ঢাকা থেকে যে কোন সাহায্যের জন্য আমি প্রস্তুত। আপনাদের কাছে আমার প্রার্থনা যতটা পারি আমরা সবাই এগিয়ে আসলে অনেকগুলো জান বেঁচে যাবে। প্রত্যেকটি প্রাণীর নিরাপত্তা আমাদের সবার নিশ্চিত করতেই হবে। আমাদের ডোনেশন যাতে বিশ্বাসযোগ্য সংস্থাগুলোর কাছে পৌঁছায় তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পোস্টের থ্রেডে কিছু সংস্থার লিংক শেয়ার করা হলো যারা ক্ষতিগ্রস্তদের সাহায্য করার জন্য দিনরাত কাজ করছে। আসুন সবাই যার যার অবস্থান থেকে সাহায্যের চেষ্টা করি।’