English

22 C
Dhaka
বুধবার, মার্চ ২৬, ২০২৫
- Advertisement -

আসিফ আকবরের জন্মদিন আজ

- Advertisements -

নাসিম রুমি: বাংলা গানের যুবরাজখ্যাত গায়ক আসিফ আকবরের ৫৪তম জন্মদিন আজ। ১৯৭২ সালের এই দিনে কুমিল্লার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তার জন্ম।

২০০১ সালে তার প্রথম অ্যালবাম‘ও প্রিয়া তুমি কোথায়’ প্রকাশের পর স্ফুলিঙ্গের মতো ছড়িয়ে পড়ে সারা দেশের আনাচে কানাচে। বিশেষ করে তরুণদের মধ্যে দারুণ সাড়া ফেলে গানগুলো। সেই অ্যালবাম দিয়েই গানের জগতে নিজের নামটি প্রতিষ্ঠা করে নায়ক বনে যান আসিফ আকবর।

দেশের জনপ্রিয় এই শিল্পী বলেন, ‘বয়সটা বেড়ে যাচ্ছে। ৫৩ বছর শেষ হয়ে গেল। আরও কাজ করতে হবে অনেক।’

আসিফ জানান, পঁচিশে মার্চ জাতির জীবনে কালো রাত। সেই রাতের শহিদদের প্রতি সম্মান জানিয়ে জন্মদিন পালন করেন না আসিফ। এবারও তার ব্যতিক্রম হবে না। এই দিনটির প্রতি সম্মান জানিয়ে জন্মদিনের আয়োজন থেকে বিরত থাকা নিজের দায়িত্ব বলে মনে করেন আসিফ।

‘ও প্রিয়া তুমি কোথায়’ অ্যালবামের পর আসিফের যে উত্থান সময়ের স্রোতে সেটা বেড়েছে। অডিও এবং সিনেমার গানে তিনি হয়ে উঠেছেন সফল এক নাম। উপহার দিয়েছেন একে একে ‘তুমিই সুখী হও’, ‘তুমিই কথা রাখনি, ‘তুমিও কাঁদবে একদিন’, ‘সুখে থেকো তুমি বান্ধবী’, ‘পাষাণী তুমি পাষাণী’, ‘তুমিই মনে রাখনি’, ‘বাতাসে প্রেম উড়িয়ে দিও’সহ ৩০টি একক অ্যালবাম।

এছাড়া অসংখ্য মিশ্র ও দ্বৈত অ্যালবাম প্রকাশ হয়েছে তার কণ্ঠে। পাশাপাশি চলচ্চিত্রের গানেও নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। ২০০৬ সালে‘রানীকুঠির বাকি ইতিহাস’ চলচ্চিত্রে গান গেয়ে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

ক্রিকেটপাগল আসিফ ক্রিকেট নিয়ে গেয়েছেন দারুণ গান। ‘বেশ বেশ বেশ- শাবাশ বাংলাদেশ’ গানটি জনপ্রিয়তার বিচারে বাংলাদেশ ক্রিকেটের অঘোষিত থিম সং-এ পরিণত হয়েছে। পৃথিবীর যে প্রান্তেই খেলা হোক, সেখানে বাংলাদেশিরা থাকলে আসিফের এই গানটি বাজতে শোনা যায়।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন