নাসিম রুমি: শূন্য দশকের জনপ্রিয় অভিনেতা অমিত হাসান। অনেক দিন পর অভিনয় করলেন, তাও মিউজিক ভিডিওতে। যেখানে তার সঙ্গী নায়িকা শিরিন শিলা। তাদের পাওয়া যাবে খ্যাতনামা শিল্পী আসিফ আকবরের গানে। ‘আমার হবি তুই’ শিরোনামের এই গানের কথা ও সুর করেছেন বাহাউদ্দীন রিমন।
আর সংগীতে আছেন জাবেদ আহমেদ কিসলু। শুক্রবার রাজধানীর অদূরে পুবাইলে গানটির শুটিং সম্পন্ন হয়েছে। আর শিগগিরই গানটি প্রকাশ্যে আসবে বলে জানান এর নির্মাতা সামছুল হুদা। এদিকে, গেল ১০ অক্টোবর ভালোবাসার মানুষকে বিয়ে করেছেন শিরিন শিলা।
বর আবিদুল মহাইমিন সাজিল। বিয়ের পর তার প্রথম কাজ এটি। শিলা বলেন, ‘সদ্যই আমার বিয়ে হয়েছে। তাই কিছুটা সময় ছুটির মেজাজে কাটাতে চেয়েছিলাম। আসিফ আকবর ভাইয়ের গানের ভিডিওর মডেল হওয়ার অফার দিলে না করতে পারিনি।
গানটি শুনেই আমার ভালো লেগে যায়। আমাদের আগের গানটি দর্শকপ্রিয়তা পেয়েছিল। এ গানটি দর্শক পছন্দ করবে আশা করি। আর আসিফ ভাই আমার খুব প্রিয় একজন শিল্পী, তার গানে কাজ করতে পারাটা আনন্দের।