English

29 C
Dhaka
শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
- Advertisement -

আসছে রাজিবের ১০ গান

- Advertisements -

ভারত-বাংলাদেশের যৌথ প্রযোজনায় মৌলিক ১০ গান নিয়ে আসছেন খ্যাতিমান লোককবি কল্পতরু ভট্টাচার্যের সন্তান রাজীব ভট্টাচার্য। মেলোডিয়াস গানগুলো সুর ও সংগীতায়োজন করেছেন দুই দেশের খ্যাতিমান শিল্পীরা। আধুনিক, ব্যান্ড ও ফোক গানে বিটিভির তালিকাভুক্ত এই শিল্পী গানের তালিম নিয়েছেন ওস্তাদ নীরদ বরণ বড়ুয়া ও খন্দকার নুরুল আলমের কাছে।

তাই তার গানে শাস্ত্রীয় সংগীতের ছোঁয়া পাওয়া যায়। তিনি আমেরিকার বিভিন্ন প্রদেশে গান গেয়ে সুনাম কুড়িয়েছেন। ইতোমধ্যে রিাজীব ‘তুমি বড় স্বার্থপর’, ‘আকাশ নীলা’, ‘ফেরারী স্বপ্ন’ মিক্স অ্যালবামসহ বাসুদেব ঘোষের সুর ও সংগীতে প্রখ্যাত শিল্পী নচিকেতা, সুবীর নন্দী, প্রিয়াঙ্কা গোপ ও সুদেষ্ণা গাঙ্গুলির সঙ্গে ‘ঝরাপাতা’ নামক অ্যালবামে গেয়েছেন।

গতবছর ঈদের বিশেষ নাটক ‘ঘুন পোকার গল্প’ এ রাজীবের গাওয়া ‘আমি আবার সবুজ হবো’ টাইটেল গান হিসেবে শ্রোতাপ্রিয় হয়। গানটির কথা লিখেছেন সুজন মজুমদার এবং সুর করেছেন উত্তম কুমার দত্ত। ২০০৬ সালে ক্লোজ আপ ওয়ানে অংশগ্রহণ করে বিচারকদের দৃষ্টি আকর্ষণ করেন রাজীব।

বর্তমানে তিনি প্রখ্যাত সুরকার শেখ সাদী খান ও ফুয়াদ নাসের বাবুর সুরে গাওয়া গানের ভিডিও নির্মাণে ব্যস্ত রয়েছেন আর পাশাপাশি তার নতুন ১০টি মৌলিক গানের কম্পোজিশনে মনোনিবেশ করেছেন যা কিছুদিনের মধ্যেই শ্রোতাদের কাছে পৌঁছে যাবে। প্রতিটি গান মনে দাগ কাটবে বলে জানান রাজিব ভট্টাচার্য।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন