নাসিম রুমি: ছোট ও বড় পর্দার অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। এরই মধ্যে লেখক হিসেবে আত্মপ্রকাশ করেছেন। তার লেখা বেশ কটি বই প্রকাশিত হয়েছে। আগামী বইমেলায় প্রকাশিত হবে তার লেখা ‘কাজের মেয়ে’ শিরোনামে একটি বই। এটি প্রকাশ করবে কিংবদন্তি পাবলিকেশন। বইটির প্রচ্ছদ করেছেন আসাদুজ্জামান সোহেল।
নিজের লেখালেখি নিয়ে ভাবনা তার ফেসবুকে লিখেন, ‘আমি এখনো হাতে লিখি, হয়তো কোনো এক সময় হাতে নাও লিখতে পারি। কিন্তু হাতের লেখার সময়টা আমাকে একটা অনুভূতি দেয়, যেমন ছবি আঁকার একটা অন্য অনুভূতি, আবার মঞ্চে যখন আমি নাচি তখন আরেকরকম, আবার যখন আমি শুটিং সেটে অভিনয় করি সেটা আরেকরকম। সব অনুভূতিই একদম আলাদা, একেকটা একেকরকম। পরের কোনো লেখায় এসব বিষয় আসতে পারে।’
এর আগে ‘গুলনেহার’, ‘তারা’, ‘গোলাপী জমিন’ উপন্যাস ও কবিতার বই ‘রাস্তার ধারের গাছটির কোনো ধর্ম ছিল না’ প্রকাশিত হয়েছে।
সম্প্রতি ভাবনা যুক্ত হয়েছেন ‘চারুলতা’ নামে নতুন একটি সিনেমায়। চলতি মাসেই সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। এদিকে ‘পায়েল’ সিনেমার শুটিং শেষ করেছেন তিনি। এছাড়া মুক্তির অপেক্ষায় রয়েছে সরকারী অনুদানের সিনেমা ‘যাপিত জীবন’। এটি পরিচালনা করছেন ভাবনার বাবা হাবিবুল ইসলাম।