এখনও কেউই আনুষ্ঠানিকভাবে কিছু বলেননি। তবে শোনা যাচ্ছে, ‘দাবাং ৪’ আসতে চলেছে। পরিচালক তিগমাংশু ধুলিয়া নাকি এক বছর ধরেই ছবি নিয়ে চিন্তাভাবনা করছেন। কাজও এগিয়েছে খানিকটা।
আরও একবার চুলবুল পাণ্ডের ভূমিকায় দেখা যাবে সালমান খানকে। এর আগে ২০১৯ সালে সর্বশেষ মুক্তি পায় ‘দাবাং থ্রি’। সিনেমাটি নিয়ে দর্শকের মাঝে মিশ্র অভিজ্ঞতা থাকলেও নতুন কিস্তির অপেক্ষায় আছেন দর্শক।
প্রায়ই সোশ্যাল মিডিয়ায় সালমান ভক্তরা ‘দাবাং ৪’র দাবি তুলে থাকেন।