আসছে ভালোবাসা দিবসে নতুন গান নিয়ে হাজির হচ্ছেন চলতি প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী জাকিয়া সুলতানা কর্ণিয়া। গানের শিরোনাম ‘মাঝে মাঝে’। শিমুল এসবির কথায় গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন এপি শুভ। কর্ণিয়ার সঙ্গে গানে দ্বৈত কণ্ঠও দিয়েছেন শুভ। গানটির ভিডিওতেও দেখা যাবে কর্ণিয়াকে। মানিকগঞ্জে চিত্রায়ণ হয়েছে গানটির মিউজিক ভিডিও’র।
গানের শিল্পী ছাড়াও এই ভিডিওতে দেখা যাবে যন্ত্রশিল্পীদেরও। ভিডিওটি নির্মাণ করেছেন সাইফুল ইসলাম। গানটি প্রসঙ্গে কর্ণিয়া বলেন, এ গান তৈরি হয়েছে দু’টি ছেলে-মেয়ের ভালোবাসা ও অনুভূতির গল্প নিয়ে। ভিডিওতে ভিন্নতা আনার চেষ্টা ছিল।