English

25 C
Dhaka
বুধবার, ডিসেম্বর ১৮, ২০২৪
- Advertisement -

আসছে অপারেশন সুন্দরবনের ট্রেলার

- Advertisements -

বহুল প্রতিক্ষীত সিনেমা ‘অপারেশন সুন্দরবন’। এলিট ফোর্স ব্যাটালিয়ন র্যাবের সুন্দরবনে দুঃসাহসিক অভিযান নিয়ে নির্মিত হয়ে সিনেমাটি। সিনেমাটি দেখার অপেক্ষায় দিন গুনছেন অ্যাকশন ও রোমাঞ্চপ্রেমী দর্শকরা।

কয়েকবার মুক্তির তারিখ ঘোষণা করলেও করোনার কারণে ‘অপারেশন সুন্দরবন’ ছবিটি মুক্তি দিতে পারেনি। এইবার জানা গেছে, আগামী ২৯ জুলাই ‘অপারেশন সুন্দরবন’ ছবিটি ট্রেলার প্রকাশ হবে। সেইদিন ঘোষণা করা হবে ছবিটির মুক্তি তারিখ।

ছবিটির পরিচালক দীপংকর দীপন বলেন, ‘এ মাসের ২৯ তারিখ কক্সবাজারে জমকালো আয়োজনের মাধ্যমে ‘অপারেশন সুন্দরবন’ সিনেমাটির ট্রেইলার প্রকাশ করা হবে। আর সেইদিন ছবিটির মুক্তির তারিখ ঘোষণা করা হবে।’

২০২১ সালের ফেব্রুয়ারিতে এক অনুষ্ঠানের মাধ্যমে ‘অপারেশন সুন্দরবন’ চলচ্চিত্রের টিজার প্রকাশনা অনুষ্ঠান করা হয়। সেদিন ছবির টিজারে ‘সুন্দরবন আমাদের বহুবার বাঁচিয়েছে, এবার আমরা সুন্দরবনকে বাঁচাব’- এমন সংলাপ দেখে অনুষ্ঠানে আসা অতিথিরা চমকে ওঠেন। সবাই মত দেন, চলচ্চিত্রের পর্দায় অন্য রকম এক সুন্দরবনকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে।

‘অপারেশন সুন্দরবন’ সিনেমায় অভিনয় করেছেন রিয়াজ, সিয়ামসহ একঝাঁকা তারকা শিল্পী। নুসরাত ফারিয়া, জিয়াউল রোশান, রাইসুল ইসলাম আসাদ, তাসকিন রহমান, শতাব্দী ওয়াদুদ, রওনক হাসান, মনোজ প্রামাণিক, আরমান পারভেজ মুরাদ, মানস বন্দ্যোপাধ্যায়, মনির খান শিমুল, নরেশ ভূঁইয়াসহ শিল্পী তালিকায় আরও আছেন কলকাতার মিষ্টি মেয়ে দর্শনা বণিকও।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন