শখ করে বিলাসবহুল একটি গাড়ি কিনেছেন চিত্রনায়িকা নিঝুম রুবিনা। গত ১৬ আগস্ট গাড়িটি হাতে পেয়ে ফেসবুকে ছবি প্রকাশ করে তিনি নিজেই এ খবর জানিয়েছেন। তার নতুন গাড়িটির মডেল ‘কিয়া সনেট ২০২১। বর্তমানে বাংলাদেশে যার বাজারমূল্য প্রায় ৪৩ লাখ টাকা।
গাড়ি কেনা প্রসঙ্গে নিঝুম রুবিনা গণমাধ্যমকে বলেন, ‘নতুন গাড়িটি কেনার জন্য আমার পুরনো গাড়িটি ১৭ লাখ টাকায় বিক্রি করেছি। ১৮ লাখ টাকা ব্যাংক লোন নিয়েছি। বাকি ৮ লাখ টাকা নিজ থেকে যোগ করেছি। এতো বছর ধরে কাজ করছি। ৮ লাখ টাকা থাকা তো কোনো ব্যাপার না। আশা করি গাড়িটি কেনা নিয়ে কারও কোনো প্রশ্ন থাকবে না।’
গাড়িটির অর্ডার আগেই দিয়েছিলেন জানিয়ে তিনি আরও বলেন, ‘অনেক দিন আগেই তিনি গাড়িটির অর্ডার দিয়েছিলেন। তবে লকডাউনের কারণে এতদিন হাতে পাননি। শখের গাড়িটা অবশেষে হাতে পেয়ে তিনি ভীষণ উচ্ছ্বসিত!’ উল্লেখ্য, সবশেষ ‘বেসামাল’ সিনেমার শুটিং করেছেন তিনি। কমল সরকারের লেখা কাহিনীতে সিনেমাটি পরিচালনা করছেন রাহুল রওশন।