নাসিম রুমি: ‘কল্কি ২৮৯৮ এডি’ সিনেমাটি ২৭ জুন বিশ্বব্যাপী বড় পর্দায় মুক্তি দেওয়া হবে। এটি নির্মাণ করেছেন নাগ অশ্বিন। এতে প্রথমবারের মতো প্রভাসের সঙ্গে জুটি বেঁধে আসছেন বলিউড নায়িকা দীপিকা পাড়ুকোন। খবর : বলিউড হাঙ্গামা
সম্প্রতি মুম্বাইয়ে এই সিনেমার একটি প্রেস কনফারেন্সের আয়োজন করা হয়। যেখান দীপিকাসহ সিনেমার সঙ্গে যুক্ত সবাইকে উপস্থিত হতে দেখা যায়। সংবাদ সম্মেলনে দীপিকা বলেন, “এই সিনেমার গল্প যখন আমার কাছে আসে। গল্প দেখেই আমি হ্যাঁ বলে দিই। কারণ এমন একটি কাজের সুযোগ হয়তো সহজে মিলবে না। এ ছাড়া এ কাজটি থেকে আমি বেশকিছু শিক্ষা নিয়েছি। নতুন পৃথিবী সম্পর্কে একটা ধারণা পেয়েছি। এতে অভিনয় করেছেন বলিউডের বিগ স্টাররা। তাদের সঙ্গে কাজ করা সত্যিই সৌভাগ্যের। এটি হতে যাচ্ছে আমার ক্যারিয়ারের অন্যতম কাঙ্ক্ষিত সিনেমা। ‘কল্কি ২৮৯৮ এডি’ নিয়ে আমরা সবাই আশাবাদী। ভারতীয় সিনেমার ইতিহাস বদলে দেবে এটি।”
এই কনফারেন্সের মাধ্যমে প্রথমবার ক্যামেরার সামনে বেবি বাম্পসহ হাজির হতে দেখা যায় দীপিকাকে। কালো ড্রেসে নজর কাড়েন তিনি। টাইমস অব ইন্ডিয়ার তথ্যমতে, সিনেমাটি ভারতের ইতিহাসে সর্বোচ্চ বাজেটে নির্মাণ করা হচ্ছে। এর নির্মাণ ব্যয় ৬০০ কোটি রুপি। এর আগে এত অর্থ খরচে কোনো সিনেমা নির্মাণ করা হয়নি। প্রভাস-দীপিকা ছাড়া সিনেমার মূল আকর্ষণ থাকবে অমিতাভ বচ্চন, কমল হাসানের মতো দুই মহান তারকা। এ ছাড়া আরও অভিনয় করছেন দুলকার সালমান, দিশা পাটানি, কীর্তি সুরেশ প্রমুখ। এ ছাড়া ক্যামিও চরিত্রে দেখা যাবে এস এস রাজামৌলি, ম্রুনাল ঠাকুর, রাম গোপাল ভার্মা, বিজয় দেবরাকোন্ডা ও রানা দাগ্গুবতির মতো সুপারস্টারদের।