জীবনে একবার হলেও আল্লু আর্জুনের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে চাই। এটা আমার জীবনের একটি লক্ষ্য। আমি ভারতের সাউথে, বিশেষ করে তেলেগু ইন্ডাস্ট্রিতে অনেকের সঙ্গেই অভিনয় করব, আমার ভিসা সংক্রান্ত জটিলতা কেটে গেলেই আমি ভারতে যাব। সেখানে গিয়ে আমি আমার লক্ষ্যে কাজ শুরু করব।
এমনটাই বলছিলেন বাংলাদেশি অভিনেত্রী মেঘলা মুক্তা। যিনি ইতিমধ্যে তেলেগু ছবি ‘সাকালাকালা ভাল্লাভুডু’তে অভিনয় করে আলোচনায় আসেন।
২০১৯ সালের ১ ফেব্রুয়ারি ভারতের ১৫০ সিনেমা হলে মুক্তি পেয়েছিল মেঘলার প্রথম তেলেগু ছবি। এতে তার নায়ক ছিলেন তানিশক রেড্ডি। পরিচালনা করেছিলেন শিবা গণেশ।
বাংলাদেশি অভিনেত্রী হলেও চিত্রনায়িকা হিসেবে অভিষিক্ত হয়েছিলেন ভারতীয় ইন্ডাস্ট্রিতে। এবার দেশে তার চলচ্চিত্র মুক্তি পেতে যাচ্ছে। ২৩ ডিসেম্বর তার অভিনীত ছবি ‘পায়ের ছাপ’ মুক্তি পাবে। সাইফুল ইসলাম মান্নুর পরিচালনায় ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেডের ব্যানারে এই ছবিটির প্রযোজক ফরিদুর রেজা সাগর।
কিভাবে তেলেগু চলচ্চিত্রে? মেঘলা মুক্তা বলেন, ‘২০১৮ সালে কিছু এজেন্সিকে আমার পোর্টফোলিও জমা দিয়েছিলাম। সেখান থেকেই ডাক আসে। এটা আমার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা। এরপর আমি শুটিং করতে যাই। যদিও ভাষাগত একটু সমস্যা হচ্ছিল, তবে আমার জন্য সেটা সমস্যা হয়নি। ফাইনালি ছবিটি মুক্তি পায়। ’
সেখানে কেমন সাড়া পেয়েছিলেন নিজের প্রথম ছবিতে? এই অভিনেত্রী বলেন, ‘দেড় শ হলে আমার ছবি ভালো চলেছিল। আমি সেখানে নতুন হলেও স্ক্রিনে এলে দর্শক সিটি বাজাত, তালি দিত। এই ভালো লাগাটা বলে বোঝানো যাবে না। প্রথম ছবিতে দর্শক আমাকে যেভাবে গ্রহণ করেছে, আশা রাখি সামনের কাজে আরো ভালোভাবে গ্রহণ করবে। ’
ফের তেলেগু কিংবা তামিলে ফিরবেন কি না―এমন প্রশ্নের জবাবে সবিস্তারে মেঘলা বলেন, ‘অবশ্যই আমি ফিরব। তেলেগু ইন্ডাস্ট্রিতে আমি ফিরতে চাই। সেখানে আমি অনেকের সঙ্গেই কাজ করব। আর আপনি যদি জিজ্ঞেস করেন বিশেষ কারো সঙ্গে অভিনয় করতে চাই কি না, তাহলে আমি বলব আমার লক্ষ্য আল্লু আর্জুনের সঙ্গে অভিনয় করতে চাই। ’