English

26 C
Dhaka
শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫
- Advertisement -

আল্লু অর্জুনকে দেখতে গিয়ে পদপৃষ্ট হয়ে নারীর মৃত্যু

- Advertisements -

নাসিম রুমি: ভারতের হায়দরাবাদে অনুষ্ঠিত ‘পুষ্পা ২’ ছবির প্রিমিয়ারে ভিড়ের চাপে প্রাণ গেল এক নারীর। আর তার ছোট্ট ছেলেকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে খবর।

একটিবার প্রিয় নায়ককে সামনে থেকে দেখবেন, এমনটাই ছিল ইচ্ছে। কিন্তু সেই ইচ্ছেই যে প্রাণ কেড়ে নেবে, তা আন্দাজও করতে পারেননি হায়দরাবাদের সেই নারী।

আজ বৃহস্পতিবার মুক্তি পেয়েছে ‘পুষ্পা ২’। বুধবার রাতে হায়দরাবাদে এই ছবির প্রিমিয়ারে সন্ধ্যা থিয়েটারের বাইরে অনুরাগীদের ভিড় উপচে পড়েছিল। এমনকী, ভিড় সামলাতে গিয়ে হিমশিম খাচ্ছিল স্থানীয় পুলিশ। ভিড় আরও বেশি চাপল যখন থিয়েটারের সামনে এন্ট্রি নিলেন দক্ষিণী তারকা আল্লু অর্জুন। তাকে সামনে থেকে দেখতে গিয়েই অনুরাগীদের মধ্য়ে শুরু হয় উত্তেজনা। এই পরিস্থিতিতেই পদপৃষ্ট হয়ে মৃত্যু হয় ৩৯ বছর বয়সী এক নারীর।

অনুরাগীদের ভিড় এতটাই বেড়ে গিয়েছিল যে আল্লু অর্জুনও বেশিক্ষণ থিয়েটারের বাইরে দাঁড়িয়ে থাকতে পারেননি। দ্রুতই থিয়েটার ছাড়েন তিনি। ভিড় উপচে পড়ে তার গাড়ির উপরও।

প্রসঙ্গত, বিশ্বের ৩ হাজার লোকেশনে বাংলা, হিন্দি-সহ তামিল, তেলুগু, মালয়লম, কন্নড়ের মতো আরও চারটি ভাষায় মুক্তি পেল ‘পুষ্পা ২: দ্য রুল’। যা মুক্তির আগেই ৪০০ কোটির বেশি ব্যবসা করে ফেলেছে।

দক্ষিণী সিনে ইন্ডাস্ট্রির সিনে বিশেষজ্ঞদের মতে, এই ছবি ওপেনিং ডে-তেই কেজিএফ ২-এর ব্যবসার রেকর্ড ভেঙে চুরমার করবে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

হাতের লেখা মানুষ চেনায়

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন