তেলেগু তারকা আল্লু অর্জুনের নতুন সিনেমা মানেই বক্স অফিসে হিট আর রেকর্ডের হাতছানি। মুক্তির দিনের সংগ্রহে ‘কেজিএফ’ সিনেমাকে টপকে গেছে এই তারকা অভিনীত ‘পুষ্পা: দ্য রাইজ’। কিন্তু সিনেমাটি লাভের মুখ দেখবে কিনা তা নিয়ে শুরু হয়েছে জল্পনা।
ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়, সুপারস্টার আল্লু অর্জুন ও রশ্মিকা মন্দানা অভিনীত ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমা বিশ্বব্যাপী বক্স অফিসে বেশ ভালো সংগ্রহ করেছে। নির্মাতারা জানিয়েছেন, মুক্তির চার দিনে বিশ্বব্যাপী এ সিনেমার সংগ্রহ ১৭৩ কোটি রুপি (গ্রস)। দক্ষিণের পাশাপাশি উত্তর ভারতে ভালো সংগ্রহ করছে সিনেমাটি। তবে করোনার কারণে অনেক প্রেক্ষাগৃহে আসন সংখ্যা কমানো হয়েছে। তা না হলে সংগ্রহ আরও বাড়ত। এ সিনেমায় প্রথম বারের মতো আইটেম গান ‘ও অন্তভ’-তে কোমর দুলিয়েছেন দক্ষিণ ভারতীয় ডিভা সামান্থা রুথ প্রভু।
বলিউডের চিত্রসমালোচক ও বাণিজ্য বিশ্লেষক তারান আদর্শ টুইটারে জানিয়েছেন, হিন্দি ভার্সনের প্রচার তেমন হয়নি। তাই এর প্রভাব পড়েছে বক্স অফিসে। হিন্দি ভার্সনে সংগ্রহ ১৬.০৯ কোটি রুপি।
তবে সিনেমাটি লাভের মুখ দেখবে কিনা এ প্রশ্ন আসার সঙ্গত কারণ রয়েছে। সিনেমাটির নির্মাণব্যয় কোনও সংবাদমাধ্যম বলছে- ১৫০ কোটির ওপরে। কোনও কোনও সংবাদমাধ্যম বলছে- ১৮০ কোটি রুপি। তবে টাইমস অব ইন্ডিয়া বলছে, এ সিনেমার বাজেট ২০০ থেকে ২৫০ কোটি রুপির মধ্যে।
একটি সংবাদমাধ্যম বলছে, হিন্দি বেল্টে সিনেমাটিকে সংগ্রহ করতে হবে কমপক্ষে ৩২ কোটি রুপি, তবে এখন পর্যন্ত এর অর্ধেক সংগ্রহ করতে পেরেছে। পুরো নির্মাণব্যয়ের চেয়ে ৫০ কোটি রুপি বেশি সংগ্রহ করতে পারলে তবেই সিনেমাটিকে হিট বলা যাবে।
এদিকে, বিশ্ব বাজারের পাশাপাশি রীতিমতো ভারতের বাজারও কাঁপাচ্ছে ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’। মুক্তির পাঁচ দিনে ভারতের বক্স অফিসে ১২০ কোটি রুপি আয় করেছে সিনেমাটি। এর প্রভাব পড়েছে আল্লু অর্জুনের সিনেমার ওপর।