English

16 C
Dhaka
রবিবার, জানুয়ারি ৫, ২০২৫
- Advertisement -

আল্লাহ ছাড়া এই যন্ত্রণা কেউ দূর করতে পারবে না, আকুতি হিনার

- Advertisements -

নাসিম রুমি: স্তন ক্যানসারের তৃতীয় পর্যায়ে অভিনেত্রী হিনা খান। অভিনয় নিয়ে ব্যস্ত ছিলেন এত দিন। অভিনেত্রীর সাজ পোশাক নিয়েও তার অনুরাগীদের আগ্রহ কম ছিল না। কিন্তু হঠাৎই বদলে গেছে তার জীবনে। ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করেছেন তিনি।

ইতোমধ্যেই প্রথম কেমো নেওয়া হয়ে গেছে। কেমো থেরাপির ক্ষতের ছবি অনুরাগীদের মাঝে শেয়ার করেছেন তিনি। আর এবার প্রকাশ করলেন যন্ত্রণার কথা। যন্ত্রণা দূর করতে আল্লাহকে স্মরণ করলেন তিনি। হিনা গতকাল তার ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, ‘আল্লাহ ছাড়া এই প্রবল যন্ত্রণা আর কেউ দূর করতে পারবেন না। আল্লাহ, দয়া করুন আমায়।’

কেমো থেরাপি নেওয়ার পরে নিজে হাতে লম্বা চুলও কেটেছেন হিনা। কেমো থেরাপির পরে শরীরে তৈরি হওয়া ক্ষতের ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছিলেন, ‘আমার ছবিতে কী দেখতে পাচ্ছেন? শরীরের ক্ষত, নাকি আমার দুই চোখ ভরে থাকা আশা? এই ক্ষত আমার। আমি যে সুস্থতার দিকে এগিয়ে যাচ্ছি, এই ক্ষতই তা বলে দিচ্ছে। তাই এই ক্ষতচিহ্নকে নিজের শরীরে ধারণ করছি সাদরে।’

হিনা সেই পোস্টে আরও লিখেছিলেন, ‘আমার মনের ভিতরটা কেমন আছে, তা আমার আশাবাদী চোখই বলে দিচ্ছে। এই সফরের শেষে যে আলো রয়েছে, তা আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। আমি আমার সুস্থতা প্রার্থনা করছি। আপনারাও সুস্থ থাকুন, এই কামনা করছি।’

উল্লেখ্য, কিছু সিনেমায় কাজ করলেও ছোট পর্দার অভিনেত্রী হিসাবেই সকলেই কাছে পরিচিত হিনা খান। ‘ইয়ে রিসতা ক্যায়া কহেলাতা হ্যায়’ সিরিয়ালে অভিনয়ের মাধ্যমেই দর্শকের কাছে জনপ্রিয়তা অর্জন করেছেন।

এরপর কসৌটি জিন্দেগি কি, নাগিন ৫- এর মতো ধারাবাহিকে কাজ করেছেন। রিয়্যালিটি শো বিগ বস, ফিয়ার ফ্যাক্টর খতরো কে খিলাড়ি সিজন ৮ ও ১৩, ইন্ডিয়ান আইডলেও অংশ নিয়েছিলেন। স্পেশাল অ্যাপিয়ারেন্স বা অতিথি শিল্পী হিসাবে একাধিক ধারাবাহিকে দেখা গেছে হিনাকে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন