নাসিম রুমি: আজ ঘটা করে মুক্তি পেয়েছে ‘আজাদ’ ছবির ট্রেলার। এ ছবির ট্রেলারে নজর কেড়েছেন তারকা–কন্যা রাশা থাডানি। কিন্তু কে এই অভিনেত্রী?
রাশা থাডানি বলিউড অভিনেত্রী রাভিনা ট্যান্ডনের কন্যা। এ ছবি দিয়েই বলিউডে পা রাখছেন তিনি।
২০০৪ সালের ২২ ফেব্রুয়ারি পরিবেশক অনিল থাডানিকে বিয়ে করেন রাভিনা ট্যান্ডন। রাশা হলেন তাঁদেরই মেয়ে
সিনেমায় অভিষেকের আগে থেকেই ইনস্টাগ্রামে জনপ্রিয় রাশা। তাঁর অনুসারীর সংখ্যা ১৩ লাখের বেশি।
এর আগে শোনা গিয়েছিল, বড় বাজেটের একটি দক্ষিণি ছবিতেও দেখা যাবে রাশাকে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
অভিষেক কাপুরের ‘আজাদ’ ছবিটি দিয়ে বলিউডে অভিষেক হচ্ছে রাশার। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ছবিটি আমার কাছে খুবই স্পেশাল। কারণ, এটি আমার প্রথম প্রজেক্ট। আমাকে এ সুযোগ দেওয়ার জন্য অভিষেক স্যারের কাছে কৃতজ্ঞ।
এ ছবিতে রাশার সঙ্গে অভিষেক হচ্ছে অজয় দেবগনের ভাগনে আমন দেবগনের।
ছবিতে দেখা যাবে অজয় দেবগন ও ডায়ানা পেন্টিকেও। ১৭ জানুয়ারি বড় পর্দায় মুক্তি পেতে চলেছে ‘আজাদ’।