English

32 C
Dhaka
মঙ্গলবার, এপ্রিল ১, ২০২৫
- Advertisement -

আলোচনায় এখন চুম্বক প্রেম গানের শিল্পী মৌসুমী মৌ

- Advertisements -

ঈদের আগে উর্বশী গানের সিঁড়ি থেকে প্রকাশিত ‘চুম্বক প্রেম’- গান নিয়ে দারুণ আলোচনায় এখন নতুন প্রজন্মের কণ্ঠশিল্পী মৌসুমী মৌ। গানটির কথা ও সুর করেছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত গীতিকার প্লাবন কোরেশী। সংগীত আয়োজন করেছেন জিঙ্গেল গুরু রিপন খান।

ঈদের আগে আরো তিনটি মৌলিক গান প্রকাশ পায় তার। মোল্লা জালালের কথা ও সুরে, মান্নান মোহাম্মদের সংগীত আয়োজনে ত্রিতাল মিউজিক থেকে প্রকাশিত হয় ‘কি এমন দোষ করেছি’, জসীমের কথা ও সুরে সংগীতা থেকে বের হয় ‘পিরিতের আঠা’ এবং লন্ডনপ্রবাসী ড. সোহেল মাসুদের কথা ও সুরে রেইন মিউজিক থেকে রিলিজ হয় ‘অনুরাগের বীণা’। অপেক্ষায় আছে আরো কিছু মৌলিক গান, যা প্রকাশিত হলে তার ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ হবে বলে তার ধারণা। দীর্ঘ সংগীত ক্যারিয়ারে সলো মিক্সড মিলিয়ে প্রায় ২০টি এ্যালবাম বাজারে রয়েছে তার।

ছোটবেলা থেকেই গানের প্রতি দুর্বলতা ফরিদপুরের মেয়ে মৌসুমী মৌ’র। গানে হাতেখড়ি নানা লাল মোহাম্মদ খান ও মা রত্না বেগমের কাছে। শাস্ত্রীয় সংগীতে তালিম নেন ওস্তাদ অশীত দে’র কাছে। প্রখ্যাত বাউল শিল্পী শফি মন্ডল তার ফোকের গুরু। বর্তমানে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর তালিকাভুক্ত শিল্পী হিসাবে এখানেই গানের নিয়মিত চর্চা করছেন তিনি। দেশের প্রায় সবক’টি চ্যানেলেই পারফর্ম করেছেন মৌসুমী মৌ।

মৌসুমী মৌ শুধু গানের শিল্পীই নন, টিভি নাটকেও নিয়মিত দেখা যায় তাকে। অসংখ্য টিভি নাটকে অভিনয় করেছেন। অভিনয়ে হাতেখড়ি মঞ্চ থেকেই। যে কারণে মঞ্চনাটকেও তার নিয়মিত উপস্থিতি। অনন্ত হীরা ও নূনা আফরোজের ‘প্রাঙ্গনে মোর’ নাট্যদলের নিয়মিত সদস্য তিনি। নিয়মিত পারফর্ম করছেন বিবাদী সারগাম, কনডেমন্ড সেল এবং হাছন জানের রাজা-নাটকে। পেশাগত জীবনে তিনি শিক্ষানবীশ আইনজীবী। আইন পেশা নিয়েও দারুণ ব্যস্ততা রয়েছে তার।

মূলত ঢাকায় এসে থিয়েটারের সঙ্গে যুক্ত হওয়ার মাধ্যমেই সাংস্কৃতিক অঙ্গনে জড়িয়ে পড়েন মৌ। এরপর থেকেই সামনের দিকে এগিয়ে চলা।

অভিনয় এবং গান কোনটার প্রতি বেশি টান অনুভব করেন? এমন প্রশ্নে মৌ বলেন, এটা বলতে গিয়ে কেন জানি কষ্ট হচ্ছে কারণ, অভিনয় এবং গান দু’টি নিয়েই যুদ্ধ করে যাচ্ছি আমি, দু’মাধ্যমকেই ভীষণ ভালোবাসি, তাই কোনটাকেই আলাদা করতে পারছিনা।

আপনি তো সব গানেই অভ্যস্ত, বেশী দুর্বলতা কাজ করে কোন গানে? মৌসুমী মৌ বলেন, ফোক গানে আমি দেশ ও মাটির গন্ধ পাই, তাই ফোক গানই আমার বেশি পছন্দ। ফোকের মতো শেকড় সন্ধানী গান নিয়েই আজীবন যুদ্ধে করে যেতে চাই, মানুষের মাঝে বেঁচে থাকতে চাই।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন