কাতার বিশ্বকাপে দ্বিতীয়বারের মতো আজ মাঠে নামছে আর্জেন্টিনা। মেক্সিকোর বিরুদ্ধে আজ বাংলাদেশ সময় শনিবার রাত ১টায় মাঠে নামবে মেসিদের দল। ম্যাচটি ডু অর ডাই ম্যাচে পরিণত হয়েছে।
আর তাই আর্জেন্টিনাকে সমর্থন জানাতে অভিনব পন্থায় আলবেসিলেস্তের পতাকা গায়ে জড়িয়েছেন ঢাকাই সিনেমার নায়িকা মৌ খান।
মৌ খান বলেন, আমি ছোটবেলা থেকেই আর্জেন্টিনার ভক্ত। আমার আম্মুও আর্জেন্টিনা ভক্ত। সবাই জার্সি পরে ছবি শেয়ার করেছে, তাই আর্জেন্টিনাকে নিয়ে ভিন্ন কিছু একটা করার ইচ্ছে থেকেই পতাকা জড়িয়ে শুট করেছি। আমার ভক্তরাও ছবিটা খুব পছন্দ করেছে।
এভাবে পতাকা গায়ে জড়িয়ে ছবি তোলার বিষয়ে উদীয়মান এই নায়িকা জানান, কদিন আগে এম এইচ বিপু ভাইয়ের কাছে শুট করছিলাম। উনি জিজ্ঞেস করলেন, আমি কোন দল সাপোর্ট করি? বললাম, আর্জেন্টিনা। পরে উনিই আমার ছবি তুলে দিলেন।
এর আগে সৌদি আরবের কাছে ১-২ ব্যবধানে হারের পর লিওনেল মেসি এবং আর্জেন্টিনা ব্যাপক চাপের মুখে পড়েছে। তাই মেক্সিকোর বিরুদ্ধে খেলার সময় দলটি বাউন্স ব্যাক করার জন্য প্রচুর চাপের মধ্যে থাকবে। আজ হেরে গেলে বিশ্বকাপ থেকে ছিটকে যাবে ম্যারাডোনার উত্তরসূরীরা।