আসন্ন ফুটবল বিশ্বকাপ ঘিরে ইতোমধ্যে মাতামাতি শুরু হয়েছে দেশজুড়ে। শোবিজ তারকারাও মেতেছেন ফুটবল উৎসবে। প্রিয় দল আর্জেন্টিনার ভালো জার্সি খুঁজছেন ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় নায়িকা নূতন।
জার্সির খোঁজ চেয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্টও দিয়েছেন তিনি। নূতন লিখেছেন, আর্জেন্টিনার ভালো জার্সি কোথায় পাওয়া যাবে? কেউ গিফট দিতে চাইলে দিতে পারো। এবার বড় আয়োজন করে খেলা দেখব। অগ্রিম দাওয়াত।
নূতনের সেই পোস্টে নেটিজেনদের অনেকেই বিভিন্ন অনলাইন শপ ও মার্কেটের ঠিকানা দিয়েছেন। কেউ কেউ আবার নিজেরাই কিনে দিতে চেয়েছেন।
একজন লিখেছেন, ঠিকানাটা দিন আপু, পৌঁছে দেব, ইনশাআল্লাহ।
আরেকজন লিখেছেন, আপু কিনে রেখেছি। আগামীকাল পাবেন।
এদিকে নূতনের সেই পোস্টে মন্তব্য করেছেন ব্রাজিল সমর্থকরাও। তাদের একজন লিখেছেন, জিতবে কিন্তু ব্রাজিলই।
অন্যজন জার্সি দেওয়ার কথা লিখে জানিয়েছেন, আমি দেব। কিন্তু সেটা ব্রাজিলের।
ব্রাজিলের আরেক সমর্থক মন্তব্য করেছেন, আপা এখনও সময় আছে ব্রাজিল সাপোর্ট করেন।
নূতনকে খোঁচা দিয়ে একজন ব্রাজিল সমর্থক লিখেছেন, অগ্রিম দাওয়াত দিয়ে বসে থাকবেন না। আপনার দল সেকেন্ড রাউন্ডে উঠবে না। অবশ্য ভালোই হবে, আপনার জার্সির ইস্ত্রি ভাঙবে না।
তার সেই মন্তব্যের জবাবে নূতন লিখেছেন, ধুর মিয়া যাও, তুমি আমার ভাই না। আমার দল এবার কাপ নেবেই ১০০ শতাংশ।