English

26 C
Dhaka
বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪
- Advertisement -

আমি ৩ মাস চোখে দেখিনি: অজয় দেবগন

- Advertisements -

নাসিম রুমি: বলিউড অভিনেতা অজয় দেবগনের জনপ্রিয় সিনেমা ফ্যাঞ্চাইজি ‘সিংহম’। দীর্ঘ বিরতির পর রোহিত শেঠি নির্মাণ করেছেন এ ফ্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি ‘সিংহম এগেন’।

আগামী ১ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘সিংহম এগেন’। এরই মধ্যে নন থিয়েটিক্যাল রাইটস বিক্রি করে মোটা অঙ্কের অর্থ আয় করেছেন নির্মাতা রোহিত। কিন্তু এ সিনেমার শুটিং করতে গিয়ে চোখে গুরুতর আঘাত পেয়েছিলেন অজয়।

বলিউড সুপারস্টার সালমান খান সিনেমার পাশাপাশি বিতর্কিত টিভি রিয়েলিটি শো ‘বিগ বস’ সঞ্চালনা করে থাকেন। গত ৬ অক্টোবর আলোচিত এ শোয়ের ১৮তম সিজন শুরু হয়েছে। অতীতের মতো এবারো শোটি সঞ্চালনা করছেন সালমান খান। কয়েক দিন আগে এ শোয়ে অতিথি হিসেবে উপস্থিত হয়ে চোখে আঘাত পাওয়ার কথা জানান অজয় দেবগন।

বিগ বসের মঞ্চে যখন অজয় দেবন পা রাখেন, তখন তার চোখে মোটা এবং রঙিন চশমা ছিল। চোখে কোনো আঘাত পেয়েছেন কিনা তা জানতে চান সালমান খান।

জবাবে অজয় দেবগন বলেন, ‘আমাকে ছোট একটি অস্ত্রোপচারের মধ্য দিয়ে যেতে হয়েছে। আমি ২-৩ মাস চোখে দেখিনি। তবে এখন আমি ভালো আছি।’

অজয়ের এ কথা শুনে অনেকটা কটাক্ষ করে সালমান খান বলেন, ‘মারামারি করলে তো এমনটা হতেই থাকবে।’

অজয়ের ‘সিংহম এগেন’ সিনেমায় লেডি পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন। অজয়-দীপিকা ছাড়াও এ সিনেমায় আরো অভিনয় করছেন— অক্ষয় কুমার, কারিনা কাপুর খান, রণবীর সিং প্রমুখ।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন