ক’দিন পরপরই বিতর্কিত মন্তব্য করে শিরোনামে আসেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। যে কারণে নিজের সমসাময়িকদের থেকে অভিনয় দক্ষতায় এগিয়ে থাকলেও বেশিরভাগ তারকা-নির্মাতার সঙ্গে তার আদায়-কাঁচকলায় সম্পর্ক!
শুধু অভিনেতা-অভিনেত্রীই নয়, পরিচালক, প্রযোজকদেরও ছেড়ে কথা বলেন না তিনি। তবে এবার নিজেকে নিয়ে মন্তব্য করেই বিতর্কের তোপে পড়লেন এই অভিনেত্রী। নিজেকে এবার ‘ব্যাটম্যান’ দাবি করে বসলেন তিনি!
সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে কঙ্গনা লিখেছেন, ‘এই বিষয়ে সবাই সহমত, বামপন্থী হোন বা ডানপন্থী, আমি ভীষণ অভদ্র। আমি হিংস্র ও চরমপন্থী। আমি হিংসা ভালোবাসি, হিংসা আমাকে ভালোবাসে। কিছুটা বেপরোয়া এবং ভীষণ জেদি আমি। বীভৎস প্রতিভাবান আমি, একেবারে ব্যাটম্যান-এর মতো!’ কঙ্গনার এমন নিজের ঢোল নিজে পেটানো দেখে নড়েচড়ে বসেছে নেটিজেনরা।
অন্য কেউ প্রশংসা করছেন না বলে নিজেই নিজের ঢাক পেটাচ্ছেন অভিনেত্রী—এমন দাবি তাদের। শুধু তাই-ই নয়, বলিউডে আর তেমন কাজের সুযোগ পাচ্ছেন না বলে কঙ্গনা যেনতেনভাবে নিজেকে আলোচনায় রাখার চেষ্টা করছেন বলেও অনেকে মনে করছেন। তবে অনেকেই আবার ধারণা করছেন নিজেকে ‘ব্যাটম্যান’ বলার পেছনে রয়েছে ভিন্নগল্প। ‘তনু ওয়েডস মনু রিটার্নস’ সিনেমায়ে তনুর ভূমিকায় অভিনয় করেছিলেন কঙ্গনা।
সেই চরিত্রের একটি সংলাপে নিজেকে ব্যাটম্যান বলেছিলেন তিনি। সিনেমাটিতে খামখেয়ালি, জেদি অথচ রোমান্টিক তনুকে দেখা গিয়েছিল। সেই কথাই কঙ্গনা নতুন করে ভক্তদের মনে করিয়ে দিলেন, নাকি নিজের আত্মস্তুতি গাইলেন তা নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা!