English

21 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
- Advertisement -

আমি যদি কখনো বিপদে পড়ি, তখন সবার আগে এগিয়ে আসবেন শাহরুখ: দীপিকা

- Advertisements -

শুক্রবার মুম্বাইয়ের যশরাজ ফিল্মস স্টুডিওতে অনুষ্ঠিত হয় ‘জওয়ান’ ছবির সাফল্য উপলক্ষে সংবাদ সম্মেলন। তবে এই সংবাদ সম্মেলনে কেবল সাংবাদিক ও ‘জওয়ান’ টিমের প্রশ্নোত্তরেই সীমাবদ্ধ ছিল না; আলোর ঝলকানি, নাচ, গান, তারকার দ্যুতিতে জমজমাট ছিল এই আয়োজন।

৭ সেপ্টেম্বর মুক্তির পর ‘জওয়ান’ দুনিয়াজুড়ে ইতিমধ্যে ৭০০ কোটি রুপির বেশি আয় করে ফেলেছে। দ্রুত ৭০০ কোটি ক্লাবের সদস্য হিসেবে নতুন রেকর্ড এই ছবির ঝুলিতে। ‘জওয়ান’-এর এই অভাবনীয় সাফল্যে ছবির অভিনেতা থেকে শুরু করে কলাকুশলীরা উন্মাদনায় ভাসছেন। তার প্রতিফলন ধরা পড়ল গতকালের রঙিন সন্ধ্যায়। এদিনের সংবাদ সম্মেলনে শাহরুখ খান, বিজয় সেতুপতি, দীপিকা পাড়ুকোন, অ্যাটলি, সানিয়া মালহোত্রা, ঋদ্ধি ডোগরা, লহর, আলিয়া কুরেশি, সুনীল গ্রোভার উপস্থিত ছিলেন। মায়ের জন্মদিন বলে ছবির মূল নায়িকা নয়নতারা চেন্নাই থেকে মুম্বাইয়ে আসতে পারেননি।

‘জওয়ান’ ছবির সংগীত পরিচালক অনিরুদ্ধ নিজের রচিত গানের দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন। রোমান্টিক গান ‘চলেয়া’-এর তালে তাল মিলিয়ে শাহরুখ আর দীপিকা নাচ এই আসরকে আরও উষ্ণ করে তুলেছিল। সংবাদ সম্মেলনে শাহরুখ বলেন, ‘আমি বরাবরই দক্ষিণি ছবির ভক্ত। আগে ডাব করা হতো না। তা-ও আমি বোঝার চেষ্টা করতাম। এখন দক্ষিণের ছবি দেখতে অসুবিধা হয় না।’ ‘জওয়ান’ ছবিতে দক্ষিণি তারকা বিজয় সেতুপতিকে খলনায়কের ভূমিকায় দেখা গেছে। এর আগে বিজয় জানিয়েছিলেন, শাহরুখের কারণেই তিনি ছবিটি করেছেন।

সংবাদ সম্মেলনে শাহরুখকে ঘিরে নিজের অনুভূতি ব্যক্ত করে বিজয় বলেন, ‘শাহরুখ খানের মস্তিষ্ক অত্যন্ত “সেক্সি”। তিনি যেকোনো মানুষকে তাঁর কথার জালে বেঁধে ফেলতে পারেন। আমরা সবাই অস্ট্রেলিয়ায় ছিলাম। শাহরুখের সঙ্গে আমাদের দেখা করার কথা ছিল। এ জন্য সবাই আমাকে জোর করে কোট পরিয়েছিল। এক ঘণ্টা অপেক্ষার পর তিনি এসেছিলেন। আর আসামাত্র তাঁর সুন্দর কথায় আমাদের মোহিত করেছিলেন। আর তাঁর সঙ্গে কথা বলতে বলতে কখন যে এক ঘণ্টা কেটে গেছে, তা বুঝতে পারিনি।’

বিজয়ের প্রসঙ্গে ‘কিং খান’ বলেন, ‘বিজয় একসঙ্গে তামিল ও হিন্দি শুট করেছিলেন। মাত্র দুই ঘণ্টার মধ্যে হিন্দি শিখে ফেলেছিলেন তিনি। আমি তাঁর থেকে অনেক কিছু শিখেছি। বিজয় পর্দায় ম্যাজিক সৃষ্টি করতে পারেন।’

‘জওয়ান’ ছবিতে দীপকাকে অতিথি চরিত্রে দেখা গেছে। তবে ছবিতে তাঁর ভূমিকা বেশ গুরুত্বপূর্ণ ছিল। অ্যাটলি কুমার পরিচালিত এই ছবিতে শাহরুখের দ্বৈত চরিত্রের একটিতে তাঁর মায়ের চরিত্রে দেখা গেছে দীপিকাকে। এ প্রসঙ্গে কিং খান বলেন, ‘নয়নতারা জির বিয়ের দিন অ্যাটলি আমাকে দীপিকার কথা বলেছিলেন। আমি দ্বিধায় ছিলাম, দীপিকা আমার মায়ের চরিত্রে অভিনয় করবে কি না, আর ছোট চরিত্রে সে রাজি হবে কি না। আমরা “পাঠান”ছবির ‘বেশরম’ গানের শুটিং করছিলাম, তখন আমার ম্যানেজার পূজাকে (দদলানি) জিজ্ঞাসা করি, দীপিকা আমার মায়ের চরিত্রে অভিনয় করবে কি না। পূজা তখনই দীপিকার সঙ্গে দেখা করে কথা বলে আমাকে জানায় যে সে (দীপিকা) রাজি আছে।’
অনেকে মনে করেন, দীপিকা শাহরুখের জন্য ‘লাকি চার্ম’। সেই ‘ওম শান্তি ওম’থেকে শুরু করে ‘জওয়ান’ পর্যন্ত পর্দায় এই দুই তারকার উপস্থিতি বরাবারই বক্স অফিসে ঝড় তুলেছে। তবে ‘লাকি চার্ম’ শব্দবন্ধ নিয়ে আপত্তি সুরে দীপিকা বলেন, ‘কারও জন্য “লাকি চার্ম” হওয়া আমার মনে হয় খুবই বাজে তকমা। আমার হৃদয়ে শাহরুখ খানের জন্য ভালোবাসা আর সম্মান আছে। আর তাই তিনি যা কিছু বলবেন, আমি তা করার জন্য প্রস্তুত আছি। আমি “প্রোজেক্ট কে” ছবির শুটিং করছিলাম, তখন শাহরুখ ও অ্যাটলি আমাকে ছবির কাহিনি শোনানোর জন্য এসেছিলেন। আমার কাছে চরিত্রের দৈর্ঘ্য কখনো বড় কথা নয়। আমার আর শাহরুখের সম্পর্কের কথা কারও অজানা নয়। আমি জানি, যদি কখনো বিপদে পড়ি, তখন সবার আগে যে মানুষটি আমাকে সাহায্যের জন্য এগিয়ে আসবেন, তিনি হলেন শাহরুখ।’

শাহরুখের সঙ্গে নায়িকাদের অনস্ক্রিন রোমান্স সব সময় জাদুকরি আবহের সৃষ্টি করে। এই রোমান্সে কারণ ব্যাখ্যা করে কিং খান বলেন, ‘মেয়েদের সম্মান করা উচিত। মেয়েদের সম্মান করলে সবচেয়ে বেশি ভালোবাসা প্রতিফলিত হয়।’ এই বলিউড সুপারস্টার আরও বলেন, ‘একজন অভিনেতার টিকে থাকার জন্য শুধু ভালোবাসা প্রয়োজন। আর প্রতিটা অভিনেতার উচিত, পরিচালককে সন্তুষ্ট করা। আমি অনেক দিন পর কাজে ফিরলাম। তাই নার্ভাস ছিলাম। কিন্তু ওপরওয়ালা আমার প্রতি দয়াবান। তাই “পাঠান”, “জওয়ান” হিট করেছে। আগে আমি স্বার্থপর ছিলাম। শুধু নিজের কথা ভাবতাম। আর তাই ভালো চরিত্র করার কথা ভাবতাম। কিন্তু এখন অন্য সবার ভালোবাসার কথা মাথায় রেখে আমি ছবি করি। আর আমার ছোট ছেলের (আব্রাম) কারণে এই ধরনের সব ছবিতে কাজ করছি।’

বড় ছেলে আরিয়ানের প্রসঙ্গ টেনে শাহরুখ বলেন, ‘আমার বড় ছেলে একদিন আমাকে বলেছিল, সে আর সুহানা আমার স্টারডম দেখে বড় হয়েছে। এই স্টারডমের উন্মাদনা তারা দেখেছে। বড় ছেলে বলে, আমাকে এখন কমপক্ষে এমন পাঁচটা ছবি করতে হবে, যার সাফল্য আব্রাম যেন অনুভব করতে পারে।’

সংবাদ সম্মেলনে কথা বলেন পরিচালক অ্যাটলি। তিনি বলেন, ‘“জওয়ান” শাহরুখ খানের কাছে লেখা আমার এক প্রেমপত্র। তাঁর সঙ্গে কাজ করতে পেরে আমি অভিভূত।’

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন