নাসিম রুমি: ভারতীয় বাংলা সিনেমার প্রশংসিত অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। বাংলাদেশি সিনেমায় অভিনয় করেও দর্শকদের নজর কেড়েছেন। বাণিজ্যিক ও শৈল্পিক— উভয় ঘরানার সিনেমায় তার সুদক্ষ অভিনয় তাকে এনে দিয়েছে একাধিক পুরস্কার। ৫৪ বছরের ঋতুপর্ণা এবার জানালেন, বাণিজ্যিক সিনেমার পণ্য তিনি।
মেঘে মেঘে বেলা অনেক গড়িয়েছে, তবু শরীরিভাবে নিজেকে যেমন ফিট রেখেছেন, তেমনি ক্যামেরা-অ্যাকশনেও সরব ঋতুপর্ণা। তার অভিনীত ‘পুরাতন’ সিনেমা নিয়ে কথা বলতে গিয়ে ক্যারিয়ারের প্রসঙ্গ উঠে আসে, তখন এমন মন্তব্য করেন এই অভিনেত্রী।
ফিল্মফেয়ারকে দেওয়া সাক্ষাৎকারে ঋতুপর্ণা সেনগুপ্ত বলেন, “আমি বাণিজ্যিক সিনেমার পণ্য। নিজের ক্যারিয়ার ভিন্নভাবে সাজিয়েছি। কারণ নিজের ক্যারিয়ার নিজের মতো পরিচালনা করতে ভালোবাসি।”
ঋতুপর্ণা সেনগুপ্ত বলেন, “আমি এমন সিনেমায় কাজ করেছি, যেগুলো অনেক পরিপক্ক, অর্থপূর্ণ এবং সম্পূর্ণ আলাদা। তাই, নিজেকে কখনো কোথাও আবদ্ধ করিনি।”
বিয়ে এবং মা হওয়ার পর চিত্রনায়িকাদের ক্যারিয়ার নষ্ট হয়ে যায়, এটা এক প্রকার ট্যাবু। যদিও এখন অতটা প্রভাব নেই। তবে ঋতুপর্ণা সেনগুপ্তর মতো তারকারা এসব দেখে এসেছেন। এ বিষয়ে ঋতুপর্ণা সেনগুপ্ত বলেন, “আমি সবসময় পুরোপুরি সুস্থ, ফিট থেকে ভালো কাজ করার চেষ্টা করেছি। তারপরও কে আমাকে থামাবে? কেউ পারবে না।”