English

17 C
Dhaka
মঙ্গলবার, জানুয়ারি ৭, ২০২৫
- Advertisement -

‘আমি তাহসানকে বিশ্বাস, শ্রদ্ধা এবং বন্ধুত্বের প্রতিশ্রুতি দিয়েছিলাম’

- Advertisements -

নাসিম রুমি: সিঙ্গেল লাইফ শেষে বিয়েবন্ধনে আবদ্ধ হয়েছেন সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। শনিবার দিনভর আলোচনা চললেও সন্ধ্যায় ছবি পোস্ট করে রোজা আহমেদকে বিয়ের কথা জানান তাহসান।

দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে হয়েছে তাদের বিয়ে। একদিন পর বিয়ের দিনের একগুচ্ছ ছবি শেয়ার কয়েছেন রোজা আহমেদ।

শেয়ার করা ছবির ক্যাপশনে রোজা লিখলেন, ‘আমি এমন একজন লোককে পেয়েছি যিনি দয়ালু। তিনি জীবনের জন্য বিশ্বাস, শ্রদ্ধা এবং বন্ধুত্ব চেয়েছিলেন। আমি তাকে এসবের সঙ্গে জীবনের জন্য একটি বাড়ির প্রতিশ্রুতি দিয়েছিলাম। সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ।’

শুক্রবার ছিল তাহসান-রোজার গায়েহলুদ। পরিবার ও কাছের মানুষদের নিয়ে সেই অনুষ্ঠান সেরেছেন তারা।

নিউইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজির ওপর পড়াশোনা করেন রোজা।পড়াশোনা শেষ করে তিনি কসমেটোলজি লাইসেন্স অর্জন করে পরবর্তী সময়ে নিউইয়র্কের কুইন্সে রোজাস ব্রাইডাল মেকওভার প্রতিষ্ঠা করেন।

১০ বছরের বেশি সময় ধরে বাংলাদেশে ও যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন রোজা আহমেদ।

বিয়ের প্রথম ছবি শেয়ার করে কবিতা আকারে তিনি লেখেন, ‘কোনো এক ছুটির দিনে যখন আমি পিয়ানোতে আমার সুরে নাচের মুদ্রায়, সেই তুমি কে? যার ছন্দের মুগ্ধতায় কেটে যাবে বাকিটা জীবন ধোঁয়া ওঠা চায়ের কাপে, সেই তুমি কে?’ সঙ্গে হ্যাসট্যাগে জুড়ে দিয়েছেন ‘হোমফরলাইফ’।

বিয়ের পর তাহসান বলেন, ‘বিয়ে করার পরই সবাইকে জানাতে চেয়েছি। যে কারণে আগে কাউকে কিছু বলিনি। শুভ কাজটা আমরা আজ সেরেছি। আমরা যেন একসঙ্গে সুন্দরভাবে পথ চলতে পারি, সেই দোয়া চাই।’

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন