English

26 C
Dhaka
মঙ্গলবার, এপ্রিল ১, ২০২৫
- Advertisement -

আমি গাড়িতে ময়লার ব্যাগ রাখি: পূজা

- Advertisements -

ভারতীয় সিনেমার দর্শকপ্রিয় অভিনেত্রী পূজা হেগড়ে। বছর জুড়ে চলচ্চিত্রের কাজ নিয়ে ব্যস্ত থাকলেও সামাজিক নানা কর্মকাণ্ডেও অংশ নিয়ে থাকেন। কিছুদিন আগে মুম্বাইয়ের জুহু বিচ পরিষ্কার অভিযানে অংশ নেন এই অভিনেত্রী। পরিবেশ সচেতন পূজা জানালেন, গাড়িতে ভ্রমণের সময়ে ময়লার ব্যাগ সঙ্গে রাখেন।

এ বিষয়ে পূজা হেগড়ে বলেন, ‘জীবনে, আমরা যদি ছোট ছোট পদক্ষেপ নেই, তবে আমরা সমাজে ভালো পরিবর্তন দেখতে পাব। সাধারণত, আমি যখন গাড়িতে ভ্রমণ করি, তখন ময়লার ব্যাগ সঙ্গে রাখি। রাস্তায় বা সমুদ্র সৈকতে ময়লা ফেলি না। সুতরাং আমার মনে হয়, আমরা যদি ছোট এই বিষয় অনুসরণ করি, তবে আমরা বড় একটি পরিবর্তন আনতে পারব।’

গোটা পৃথিবীকে বাড়ি হিসেবে দেখার আহ্বান জানিয়ে পূজা হেগড়ে বলেন, ‘যেখানে সেখানে জিনিসপত্র (ময়লা) না ফেলার জন্য উৎসাহ দেওয়া প্রয়োজন। আমার মনে হয়, আমাদের এই সচেতনতার সিদ্ধান্তগুলো নিতে হবে, আমাদের পৃথিবীকে আমাদের বাড়ি হিসেবে নেওয়া দরকার। আমরা বাড়িতে যা করি, তাই করা উচিত।’

পূজা হেগ‌ড়ে অভিনীত সর্বশেষ মু‌ক্তিপ্রাপ্ত সি‌নেমা ‘কি‌সি কা ভাই কি‌সি কি জান’। এ সি‌নেমায় সালমান খা‌নের বিপরী‌তে অভিনয় ক‌রে‌ছেন তি‌নি। এটি প‌রিচালনা ক‌রে‌ছেন ফরহাদ সাম‌জি। গত ২১ এপ্রিল মু‌ক্তি পায় এটি। ১২৫ কো‌টি রু‌পি বা‌জে‌টের এ সি‌নেমা বক্স অ‌ফি‌সে আয় ক‌রে ১৮২ কো‌টি রু‌পি।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন