নাসিম রুমি: কলকাতার ‘চালচিত্র’ সিনেমায় নায়িকা আছে কি নেই, সেটি দেখননি বাংলাদেশের ছোট পর্দার অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব, তিনি দেখেছেন সিনেমার গল্প। তাই দেশের বাইরের প্রথম সিনেমাতে খল চরিত্রে তিনি অভিনয় করেছেন ‘সানন্দে’।
সম্প্রতি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ‘চালচিত্র’ সিনেমায় কাজ করার কারণ, ক্যারিয়ার, কলকাতা-ঢাকার কাজের পরিবেশ নিয়ে খোলাখুলি কথা বলেছেন অপূর্ব। খুলে বলেছেন দুই দশকের অভিনয় জীবনে বড় পর্দায় আসার বিলম্বের কারণ এবং সহশিল্পীদের প্রতিও নিজের চিন্তাভাবনার কথা।
প্রতীম ডি গুপ্ত পরিচালিত চালচিত্র সিনেমায় আরও অভিনয় করছেন রাইমা সেন, টোটা রায় চৌধুরী, স্বস্তিকা দত্ত, অনির্বাণ চক্রবর্তী, ইন্দ্রজিৎ বোস, শান্তনু মহেশ। এটি একটি থ্রিলার ঘরানার সিনেমা। এরইমধ্যে এক দফা শুটিং সেরে নিয়েছে সিনেমা টিম। কলকাতার প্রযোজনা সংস্থা ফ্রেন্ডস কমিউনিকেশন এ সিনেমা প্রযোজনা করছে। ‘চালচিত্র’ আগামী বছর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
কলকাতার প্রথম কাজেই খল চরিত্র করতে কেন রাজি হলেন– এ প্রশ্নে অপূর্ব বলেন, “নাহ! এত বছর পার করে এসে এসব নিয়ে ভাবি না। যারা নিরাপত্তাহীনতায় ভোগেন, তারা এভাবে ভাবেন। আসলে আমি গল্পটা দেখি। আর ‘চালচিত্র’ সিনেমার গল্পটা দুর্দান্ত। ব্যস, আর খুব বেশি ভাবনা চিন্তা করিনি। একটা ভালো সিনেমার অংশ হয়ে থাকতে চাই।”
ঢাকার সিনেমায় নিজের অনুপস্থিতির কারণও জানালেন এই অভিনেতা। তিনি বলেন, তিনি ‘গ্যাংস্টার রিটার্নস’ নামে একটি সিনেমা করেছিলেন। কিন্তু সেটি নির্ধারিত সময়ের আগে মুক্তি পায়।
“তখন কিছু একটা সমস্যা হয়েছিল। আমি তো সিনেমার লোক না, বুঝতাম না। ওটা একটা তিক্ত অভিজ্ঞতা জীবনের।”
অপূর্বর ভাষ্য, তিনি মূলত নাটকের জন্যেই এসেছেন বিনোদন জগতে।
“সিনেমার ক্ষেত্রে ব্যাটেবলে মেলেনি। আসলে কখনও আমার গল্প পছন্দ হয়নি, কখনও পারিশ্রমিক পছন্দ হয়নি। সব কিছু মিললে তবেই তো ভাল কাজ হয়। সেটি আগে হয়ে ওঠেনি বলেই দেরি হয়েছে।”
একজন ‘রোমান্টিক হিরোর’ বড় পর্দায় এতদিন সুযোগ মেলেনি ভাবলে আক্ষেপ হয় কী না জানতে চাইলে তিনি বলেন “একজন অভিনেতার দরকার দর্শকের ভালবাসা। সেই বিষয়ে আমি খুব সৌভাগ্যবান। বহু দর্শকের ভালবাসা পেয়েছি ও পেয়ে যাচ্ছি। আমার কাছে কোনো পর্দার গুরুত্ব কম অথবা বেশি নয়। সব কাজেই সেরাটা দেওয়ার চেষ্টা করি।”