নাসিম রুমি: বিরতির চার বছর পর এসেই সিনেমা মুক্তিতে হ্যাটট্রিক করা বলিউড তারকা শাহরুখ খান তার আগামী সিনেমার কাজ শুরু করতে বেশি সময় নিতে চাইছেন না।
সেই সঙ্গে চরিত্র বাছাইয়েও নতুনভাবে চিন্তাভাবনা করেছেন হিন্দি সিনেমা ইন্ডাস্ট্রির বাদশাহ। এবার ‘হিরোইজম’কে পাশে রেখে, তার বয়সের সঙ্গে মানানসই সিনেমা করতে চাইছেন ৫৮ বছর বয়সী শাহরুখ।
সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শাহরুখ বলেছেন, তার আগামী সিনেমার কাজ শুরু হচ্ছে মার্চ বা এপ্রিলের দিকে। মাঝের এই সময়টি নিজেকে তৈরি করতে কাজে লাগাবেন তিনি। এছাড়া নির্মাতাদেরও কাজ গুছিয়ে নিতে হবে এর মধ্যে।
কী ধরনের চরিত্রে শাহরুখকে দেখা যাবে প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, “আমি যদি ২০ বছর আগের রোমান্টিক হিরো সেজে পর্দায় আসতে চাই, সেটি তো আসলে সম্ভব হবে না। সিনেমার মূল চরিত্রে থেকেই নিজের বয়সের সঙ্গে মানানসই চরিত্র করতে চাই।”
তিনি আরও বলেন এখন আমি রোমান্টিক চরিএে মানানসই নই। এ ধরনের সিনেমা ‘হিট’ অর্থে সফল হয় কীনা জানতে চাইলে নায়ক বলেন, “গল্পের মত গল্প হলে যেকোনো বয়সের চরিত্র করেই সিনেমা হিট করা সম্ভব। নায়ক-নায়িকা নির্ভর সিনেমা সেক্ষেত্রে প্রয়োজন নেই। যদিও আমার এই চিন্তাভাবনা ভারতীয় সিনেমা সংস্কৃতিতে কম। তবে আমি আমার বয়স মাথায় রেখে কাজ করব এখন থেকে।”
গত বৃহস্পতিবার মুক্তি পাওয়া ‘ডানকি’ সিনেমাকে কেবল নিজের এবং ক্যারিয়ারে সেরা বর্ণনা করা শাহরুখ ফের এই সিনেমার প্রশংসা করেছেন।