‘বলিউডে এখন আবেগের কোনো জায়গা নেই। আবেগ-ভালোবাসা সেখানে অর্থহীন। সবকিছু বিজনেস।’—এক সাক্ষাৎকারে এসব কথা বলেন বলিউডের নব্বই দশকের জনপ্রিয় অভিনেতা গোবিন্দ।
গোবিন্দর ধারণা, বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ষড়যন্ত্র চলছে। আর এ কারণে তিনি ভালো চরিত্রে অভিনয়ের সুযোগ পাচ্ছেন না। এ পরিস্থিতিতে বলিউডকে বিদায় জানিয়ে সৃষ্টিকর্তার আরাধনায় নিয়োজিত হবেন কিনা? এমন এক প্রশ্নের উত্তরে গোবিন্দ বলেন—‘একদমই না। বরং আমি এর উল্টো। আমি এখন আরো দুর্নীতিগ্রস্ত ও খারাপ হয়ে গিয়েছি। আমি আর পবিত্র নেই। পার্টি করি, মদ খাই, স্মোক করি।’
পুরোনো গোবিন্দ অনেক পবিত্র ছিলেন। বিষ্য়টি উল্লেখ করে তিনি বলেন—‘পুরোনো গোবিন্দ অনেক পবিত্র ছিল। আমার ইমোশনাল স্বভাবের প্রতিফলন আমার কাজের মধ্যেও দেখা দিত। কিন্তু এখন আর আমি ইমোশনাল হই না। অনেক প্র্যাকটিক্যালি সমস্ত পরিস্থিতি সামলানোর চেষ্টা করি।’
পরিচালকদের দাবি, গোবিন্দর কাছে নানা সময় নানা পরিচালক চিত্রনাট্য নিয়ে গেলেও তা ফিরিয়ে দেন তিনি। কিন্তু গোবিন্দ এমন অভিযোগ অস্বীকার করেছেন। তার ভাষায়—‘এটা এক নতুন ধরনের গুজব। আমার তো মনে হয় যারা আমাকে সিনেমায় অভিনয়ের প্রস্তাব দেন, তারা এমনই সব সিনেমা নিয়ে আসে যাতে যৌনতা আর হিংসা ছাড়া আর কিছু নেই। ওরা জানে ওই সব সিনেমায় আমি কাজ করব না। আমাকে দিয়ে ১৫টি দৃশ্য ও দু’টো গান করাবে আর শেষে ১৫টি দৃশ্য বাদ দিয়ে জুনিয়র আর্টিস্ট বানিয়ে দেবে। সেটা তো আমি হতে দেব না। উল্টো ওদেরই ব্যান্ড বাজিয়ে দিয়েছি।’
গত কয়েক বছর ধরে রুপালি পর্দায় দেখা নেই গোবিন্দর। সম্প্রতি তার ভাগ্নে কৃষ্ণা অভিষেকের সঙ্গে তার মনোমালিন্য তৈরি হয়েছে। পরিচালক ডেভিড ধাওয়ানের সঙ্গে বেঁধেছে ঝামেলা। আর এসব কারণে খবরের শিরোনাম হয়েছেন গোবিন্দ। তবে সব বিতর্ক সরিয়ে খুব শিগগির ফিরছেন নব্বই দশকের এই হিট নায়ক।