English

13 C
Dhaka
শনিবার, জানুয়ারি ১১, ২০২৫
- Advertisement -

আমি অভিনয় না পারলে তুমিও পরিচালনা পারো না: কৌশানি

- Advertisements -

নাসিম রুমি: নির্মাতা রাজ চক্রবর্তীর হাত ধরে টলিউডে অভিষেক ঘটে অভিনেত্রী কৌশানি মুখোপাধ্যায়ের। প্রথম সিনেমার হিরো বনি সেনগুপ্তকেই করে নিয়েছেন নিজের ভালোবাসার মানুষ। ক্যারিয়ারে ৮ বছরের জার্নি পেরোলেও এখনো তাকে অভিনয় নিয়ে খোঁটা শুনতে হয়।

এবার সমালোচকদের একহাত নিলেন নায়িকা। সম্প্রতি টিভিনাইন বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের পুঞ্জীভূত ক্ষোভ উগরে দেন কৌশানি।

তিনি বলেন, ‘আমি সুপারঅনেস্ট। আমার মনে হয় না ইন্ডাস্ট্রিতে আমার থেকে সৎ কেউ আছে। আমি মুখের ওপর সত্যটা বলে দিই। তাই হয়তো অনেকের আমায় পছন্দ না।’

তিনি আরও বলেন, ‘দুর্ভাগ্যজনক বাংলা ইন্ডাস্ট্রিতে এখনো এই ব্যাপারটা রয়েছে যে, ও যদি কমার্শিয়াল ছবি করে, তবে ওকে এই রকমেরই চরিত্রই দিতে হবে। তুমি যদি সুযোগ না দাও, বিশ্বাস না করো, তাহলে কীভাবে আমায় জাজ করছ তুমি?’

সমালোচকদের প্রতি পাল্টা কটাক্ষ করে কৌশানি বলেন, ‘যারা বলে কৌশানি অভিনয় পারে না, সেই সব পরিচালকের কাছে পাল্টা বলতে চাই, তোমরা কৌশানিকে সুযোগ দাওনি অভিনয়ের জন্য। সুযোগ না দিলে তুমি বলার কেউ নও যে আমি অভিনয় পারি কি না, তাহলে তুমিও পরিচালনা করতে পারো কি না সেটাও সন্দেহে।

কৌশানি মুখোপাধ্যায়কে আগামীতে দেখা যাবে রাজ চক্রবর্তীর ‘আবার প্রলয়’ ওয়েব সিরিজে। এতে মোহিনী মা চরিত্রে দেখা যাবে তাকে। প্রেমের ফাঁদে মেয়েদের ফাঁসিয়ে কীভাবে পাচার করা হচ্ছে তার হাড়হিম করা গল্প উঠে আসবে সিরিজটিতে।

অন্যান্য চরিত্রে আরও আছেন শাশ্বত চট্টোপাধ্যায়, ঋত্বিক চক্রবর্তী, দেবাশিস মণ্ডল, জুন মালিয়া, পরাণ বন্দ্যোপাধ্যায়, গৌরব চক্রবর্তী, সোহিনী সেনগুপ্ত, সায়নী ঘোষ প্রমুখ। ১১ আগস্ট থেকে জি ফাইভে প্রিমিয়ার হবে এই ওয়েব সিরিজ।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন