নাসিম রুমি: তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন বলিউড সুপারস্টার আমির খান, এমন গুঞ্জনেই ভারী হয়ে উঠেছে মুম্বাইয়ের শোবিজ অঙ্গন। ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, বেঙ্গালুরুর এক রহস্যময়ীর প্রেমে পড়েছেন আমির খান। সেই রহস্যময়ী নারীকে পরিবারের সদস্যরা সবাই পছন্দও করেছেন। এখন শুধু সেই নারীর সঙ্গে আমিরের নতুন পথচলা শুরুর অপেক্ষা!
আমির খানের তৃতীয় বিয়ে নিয়ে বহুদিন ধরেই বলিউডে নানা গুঞ্জন! শোনা গিয়েছিল, কিরণ রাওয়ের সঙ্গে বিবাহবিচ্ছেদ হওয়ার পর মিস্টার পারফেকশনিস্ট নাকি ‘দঙ্গল’খ্যাত অভিনেত্রী ফাতিমা সানা শেখের প্রেমে পড়েছিলেন।
মাসখানেক সেই গুঞ্জনে ভারী ছিল বলিউড। ফাতিমাকে আমিরের পরিবারের নানা অনুষ্ঠানে দেখা গিয়েছে তখন। তবে সেই ফাতিমা এবার অতীত! নতুন বছরের শুরুতেই নতুন গুঞ্জনে আমির খান। আমির খান নাকি চলতি বছরেই তৃতীয়বার বিয়ে করতে চলেছেন! কে সেই পাত্রী? কৌতূহল তুঙ্গে ভক্ত অনুরাগীদের।
বলিউড সূত্রে পাওয়া খবরে ‘মিড-ডে’ তাদের প্রতিবেদনে বলছে, বেঙ্গালুরুর এক রহস্যময়ীর প্রেমে পড়েছেন এবার মিস্টার পারফেকশনিস্ট। ৫৯ বছর বয়সী অভিনেতা নাকি এতটাই সিরিয়াস এই সম্পর্ক নিয়ে যে সম্প্রতি পরিবারের সবার সঙ্গে পরিচয়ও করিয়ে দিয়েছেন মনের মানুষকে। যদিও আমির খানের গোপনীয়তার স্বার্থে সেই নারীর পরিচয় খোলাসা করা হয়নি। তবে শিগগিরই তার পরিচয় প্রকাশ করবেন আমির খান, এমনটাই প্রত্যাশা ভক্ত-অনুরাগীদের।
এদিকে, বিচ্ছেদের পরেও প্রাক্তন স্ত্রীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছেন আমির খান। প্রথম স্ত্রী রিনা দত্ত হোক কিংবা দ্বিতীয় স্ত্রী কিরণ রাও, দুই প্রাক্তনের ক্ষেত্রেই বন্ধুত্ব অটুট। শুধু তাই নয়, নিয়ম করে তাদের দুজনের সঙ্গে সপ্তাহে দুই দিন দেখাও করেন। বিচ্ছেদেও তিক্ততা নেই। এমনকি প্রাক্তন স্ত্রী কিরণ রাওয়ের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে করছেন কাজ। গত বছর তাদের প্রডাকশনের চলচ্চিত্র ‘লাপাতা লেডিস’ খুবই প্রশংসিত হয়। এমনকি অস্কারের দৌড়েও পাঠানো হয় সিনেমাটিকে।