নাসিম রুমি: কিং খান মানেই রুপোলি পর্দায় ঝড়, কিং খান মানেই আনলিমিটেড রোম্যান্স, শুধু তাই নয়! কিং খান মানেই আলাদা উত্তেজনা…কিন্তু শুধু সিনেমার পর্দায় নয় বরং অ্যাওয়ার্ড শো এর হোস্ট হিসেবে তিনিই সর্বেসর্বা!
টলিউডের ক্ষেত্রে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে স্বয়ং ইন্ডাস্ট্রি হিসেবে ধরা হয়। সেখানে বলিউডের বাদশাহ হলেন কিং খান। তাঁর জুড়ি মেলা ভার। শুধু তাই নয়, সিলভার স্ক্রিন তো বটেই তাঁর সঙ্গে মাঝেমধ্যেই নানা শো হোস্ট করতেও দেখা যায় তাঁকে। যদিও কিছু কিছু সময় তাঁকে টেক্কা দেন ভাইজান কিংবা করণ জোহর এরাও। তবে, শাহরুখের পছন্দের হোস্ট আসলেই কে? প্রসঙ্গে বাদশাহ যা বললেন…
কিং খানের কথায়, “সত্যি বলছি আমার থেকে ভাল কেউ না। আমি একটুও মজা করছি না। তবে যে ধরনের গুন শো পরিচালনা করতে গেলে লাগবে, সেটা সকলের থাকে না। আমায় কারওর কথা শুনতে হয় না। আমায় টেলিপ্রম্পটার ব্যবহার করতে হয় না। শেষ মুহূর্তে যদি কিছু বদলেও যায় আমি সেটাই করতে পারি। সবকিছু যদি ওলোট পালোট হয়ে যায় তাও অসুবিধা নেই। আমি এগুলো ম্যানেজ করে নি”।
এখানেই শেষ নয়। কিং খান আরও বললেন, “আমি নাচ করতে পারি। ইংরেজি বলতে পারি, হিন্দি বলতে পারি, মাঝেমধ্যে কমেডিও করে নি। দূর দূর পর্যন্ত কেউ নেই, আমার ধারেকাছে”। যদিও, শাহরুখের এই কথায় সহমত অনেকেই। আবার কেউ কেউ একে অ্যাটিটিউড হিসেবেও নিয়েছেন। এদিকে, ১০০০ কোটির ক্লাবে পাঠান। যেন স্বপ্ন পূরণ হয়েছে শাহরুখ ফ্যানদের।