English

15 C
Dhaka
বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪
- Advertisement -

আমার ১৭ সিনেমার নায়কের কাছে শপথ নিয়ে ভালো লাগছে: অঞ্জনা

- Advertisements -

ঢালিউডের জনপ্রিয় নায়ক ইলিয়াস কাঞ্চন। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন তিনি। গতকাল তার কাছে শপথ নিয়েছেন কার্যকরী সদস্য পদে জয়ী অভিনেত্রী অঞ্জনা।

শপথ গ্রহণ শেষে অঞ্জনা তার অনুভূতি প্রকাশ করে বলেন, ‘ইলিয়াস কাঞ্চন আমার ১৭টি সিনেমার নায়ক। তার প্রতি আমার আলাদা ফিলিংস তো আছেই। তাছাড়া তিনি কিংবদন্তি অভিনেতা। একজন ভালো মানুষ। তাকে সভাপতি হিসেবে পেয়ে আমরা আনন্দিত।

তার কাছ থেকে শপথ নিয়ে ভালো লাগছে। আমি চাই বাকি যারা আছে তারাও একে একে শপথ নেবেন। আমাদের কাজ শুরু হবে।’

কেন দেরি করে শপথ নিলেন, এ প্রশ্নের উত্তরে অঞ্জনা বলেন, ‘এবার যা হয়েছে সমিতিতে তা তো আগে কখনো হয়নি। তাই একটু অপেক্ষা করছিলাম কি হয় দেখার জন্য। অবশেষে মনে হলো এটা লেংদি প্রসেস। তাই আমাকে যারা নির্বাচিত করেছেন তাদের ভোটের প্রতি সম্মান জানিয়ে শপথ নিলাম।’

আজ অঞ্জনাকে শপথ পড়ান ইলিয়াস কাঞ্চন। এসময় উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক নিপুণ, নায়ক ফেরদৌস, নায়িকা কেয়াসহ নতুন কমিটির আরও অনেকে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন