নাসিম রুমি: বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান। দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে অসংখ্য দর্শকপ্রিয় ও ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন। অভিনেতা আমির খানকে তার ভক্ত-অনুরাগীরা যেমন ভালোবাসেন, তেমনি ব্যক্তি আমিরেরও ভক্ত। বলিউড ইন্ডাস্ট্রিতে তার চিন্তা-ভাবনার আলাদা কদর রয়েছে।
মজার বিষয় হলো, সম্প্রতি আমির খান জানান, তার ছেলে-মেয়েরাই তার কথা শুনেন না। এ কথা শুনে অনেকেই বিস্মিত হলেও এটাই সত্যি। ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-তে অতিথি হিসেবে হাজির হয়ে এমন মন্তব্য করেন আমির। কয়েক দিন আগে একই শোয়ে হাজির হয়ে সাইফ আলী খান তার পুত্র ইব্রাহিমকে আমির খানের এই বক্তব্য শোনার পরামর্শ দেন। তারপর আমিরের এই বক্তব্য জোরালোভাবে আলোচনায় উঠে এসেছে। আমির খান ঠিক কি কি বলেছেন?
এ শোয়ে আমির খান বলেন, “আমার সন্তানেরাই আমার কথা শুনে না। মাঝে মাঝে আমার মনে হয়, এই প্রজন্ম মাঝপথে আটকে আছে। আমরা আমাদের বাবা-মায়ের কথা শুনতাম, এটাতে আমরা অভ্যস্ত ছিলাম। আমরা ভেবেছিলাম, আমাদের ছেলে-মেয়েরাও আমাদের কথা শুনবে এবং সেই সময় চলে এসেছে। যেমন: রণবীর সিং তার গানে বলেছিলেন— ‘আমাদের সময় চলে এসেছে।’ কিন্তু যখন আমরা বাবা-মা হলাম, আমাদের সন্তানেরা বদলে গেল। তারা শুধু আমাদের কথাই শুনে না। প্রথমে, আমাদের বাবা-মা আমাদের বকাঝকা করতেন, এখন আমাদের ছেলে-মেয়েরাও একই কাজ করছে।”