নাসিম রুমি: বলিউডে শাশুড়ি-বৌমার অন্যতম জুটি হিসেবে নাম করেছেন বর্ষীয়ান অভিনেত্রী শর্মিলা ঠাকুর এবং নায়িকা কারিনা কাপুর। অনুষ্ঠান বা সোশাল মিডিয়া-সবখানেই তারা একে অপরের প্রশংসা করেন। এবার জন্মদিনে শাশুড়িকে ‘কুলেস্ট গ্যাংস্টার’ তকমা দিয়েছেন কারিনা।
শর্মিলার ৮০তম জন্মবার্ষিকীতে রোববার সোশাল মিডিয়ায় নিজেদের একটি ছবি পোস্ট করে কারিনা লিখেছেন, “কুলেস্ট গ্যাংস্টার কে? কিছু বলার প্রয়োজন আছে কী? আমার শাশুড়িকে শুভ জন্মদিন। তিনি সেরা।“
দুজনের ঘরোয়া পোশাক পরা ওই ছবিতে শর্মিলাকে তার মেয়েরাসহ বহু ভক্ত অনুরাগী শুভেচ্ছা জানিয়েছেন।
এর আগেও কারিনা তার শাশুড়ির সঙ্গে সম্পর্কের সমীকরণ নিয়ে কথা বলেছিলেন।
অভিনেত্রী জানিয়েছিলেন, শর্মিলাই তাদের পরিবারের ভিত। এক সুতোয় গোটা পরিবারকে তিনি বেঁধে রেখেছেন।
আর কারিনার প্রশংসা করে শর্মিলা বলেছিলেন, তিনি লক্ষ্য করেছেন তার পুত্রবধূ নিপুণ হাতে সব সামলায়।
পত্রবধূর প্রতি আস্থা ‘ভালোই জন্মেছে’ জানিয়ে শর্মিলা বলেন, তিনি যখন কারিনাকে মোবাইলে কোনো টেক্সট পাঠান, তিনি নিশ্চিত থাকেন, উত্তর আসবেই।
শর্মিলা ঠাকুরের জন্ম ১৯৪৬ সালের ৮ ডিসেম্বর ভারতের হায়দ্রাবাদে। বাবা গীতিন্দ্রনাথ ঠাকুর ছিলেন জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারের সন্তান, গুণেন্দ্রনাথ ঠাকুরের বংশধর এবং অবনীন্দ্রনাথ ঠাকুর ও রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মীয়। মা ইরা বড়ুয়া ছিলেন আসামের বিখ্যাত লেখক জ্ঞানদাভিরাম বড়ুয়ার কন্যা।