ভারতীয় বাংলা সিনেমার আলোচিত অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। স্বভাবে ঠোঁটকাটা, তাই কোনো কথাই মুখে আটকায় না। আবার সাহসী রূপে পর্দায় হাজির হয়েও বহুবার আলোচনায় উঠে এসেছেন এই অভিনেত্রী। ব্যক্তিগত জীবনে এক কন্যার মা স্বস্তিকা। বেশ কিছু প্রতীকী ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে মা হওয়ার অভিজ্ঞতা শেয়ার করেছেন তিনি।
লেখার শুরুতে স্বস্তিকা মুখার্জি বলেন—‘এক শিশুকে আমি আমার মধ্যে লালন করেছি। সেই শিশু আমার বুকের ওপর ঘুমিয়েছে। বমি, পটি সবকিছু সামলে বিনিদ্র রজনী কাটাতে হয়েছে চেয়ারে বসে।’
কম বয়সেই সন্তানের দায়িত্ব কাঁধে আসে স্বস্তিকার। তার মেয়ে এখন বড় হয়েছে। তাদের আদর-খুনসুটির সাক্ষী থাকে সোশ্যাল মিডিয়া। মেয়েকে সামলেও স্বস্তিকা সামলে চলেছেন ক্যারিয়ার।
অভিনয়ে নাম লেখানোর আগেই বিখ্যাত রবীন্দ্র সংগীতশিল্পী সাগর সেনের ছেলে প্রমিত সেনকে বিয়ে করেন স্বস্তিকা। ২০০৪ সালে বিচ্ছেদ হয় তাদের। এরপর আর বিয়ে করেননি স্বস্তিকা।