মধ্যরাতে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেত্রী তমা মির্জা। অনেকেই ওই স্ট্যাটাসে ‘থতমত’ খেয়ে যান।
তমা মির্জা জানিয়েছেন একটি মৃত্যুর সংবাদ। লিখেছেন, আমার বোন নাইমা আর নেই।
মধ্যরাতে এমন একটি মৃত্যুর সংবাদ নেটিজেনদের নিশ্চয়ই স্বস্তি দিতে পারে না। অনেকে জানতে চান কিভাবে। হয়তো তমা মির্জা আর অনলাইনে ছিলেন না।
বৃহস্পতিবার জানালেন, তার নিজের কোনো ভাই-বোন নেই। তমা বলেন, আমি জানি রক্তের সম্পর্ক কী, আমার বোন হিসেবে তাকে জেনে এসেছি। সে আমার নিজের চেয়েও বেশি আপন ছিল। তার এই মৃত্যুসংবাদ কিছুতেই মেনে নিতে পারছি না।
নাইমা নাজারা রহমান কানাডায় বসবাস করতেন। গতকাল উচ্চ রক্তচাপজনিত কারণে মৃত্যুবরণ করেন বলে তমা জানান। তিনি বলেন, ‘আমার এই বোনটা চলে গেল, তার সঙ্গে অনেক মধুর স্মৃতি রয়েছে। আপনারা আমার বোনের জন্য দোয়া করবেন।’