আজ বিশ্ব ভালোবাসা দিবস। যদিও ভালোবাসা উদযাপনের জন্য শুধু একটি মাত্র দিন নয়, প্রতিদিনই হোক ভালোবাসার।তবে নানান আয়োজনে বিশেষভাবে উদযাপনের জন্য একটি দিন বেছে নেয়াকে সাধুবাদ জানাতেই পারি।
সেই উদযাপনটি হোক বাবা-মা, ভাই-বোনসহ কাছের সবাইকে নিয়ে। আমি তো আমার পরিবারের সাথে উদযাপন করবোই এছাড়াও আমার অনেক অনেক কাছের মানুষদের নিয়ে অন্যরকম আরেকটি পরিবার হচ্ছেন আমার ভালোবাসার দর্শকরা। যারা সবসময় আমাকে অনেক সমর্থন এবং ভালোবাসা দিয়ে আমার পাশে থেকেছেন।
সম্প্রতি আমার মুক্তিপ্রাপ্ত সিনেমা “টান” নিয়ে যে পরিমাণ ভালোবাসা আপনারা আমাকে (আপনাদের অবনীকে) দিয়ে এসেছেন তার জন্য আমি চিরঋণী এবং কৃতজ্ঞ। “টান” সিনেমা এবং আমাদের পুরো টান টিমকে আপনারা যেভাবে আপন করে নিয়েছেন এবং প্রতিদিন যে পরিমাণ ভালোবাসা দিচ্ছেন তাতে আমরা পুরো টিম সত্যি অনেক অনেক বেশি কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের কাছে। তাই আমার এবারের ভালোবাসা দিবস শুধু আপনাদের জন্য।
(ফেসবুক থেকে সংগৃহীত)