নাসিম রুমি: ঘোষিত হয়েছে এবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে মনোনীত চলচ্চিত্র, শিল্পী ও কলাকুশলীদের তালিকা। এতে আজীবন সম্মাননা প্রদানের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে ডলি জহুর ও ইলিয়াস কাঞ্চনকে। এই শিল্পের নানা শাখায় বিশেষ অবদান রাখার জন্য প্রতি বছর এই সম্মাননা দেওয়া হয়।
অনুভূতি প্রকাশ করতে গিয়ে সবাই উচ্ছ্বসিত। তবে আজীবন সম্মাননা পেয়েও ইলিয়াস কাঞ্চন বললেন ভিন্ন কথা। তার মতে, ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কারের এই সম্মাননা দিয়ে আসলে কোনো লাভ নেই। আসলে এটা সরকারের একটা ধারা। দিতে হবে তাই তারা দেন। এটা বাংলাদেশে তেমন টাকাপয়সা বা কোনো সম্মান না পেলেও বাইরের দেশও ভালো কদর রয়েছে।’
তার ভাষ্যে, ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার কেবল মুখেমুখেই। আমাদের দেশে এর কোনো ভ্যালু নেই। পৃথিবীর অন্যান্য দেশে হয়তো এসবের ভালো সম্মান আছে। আমাদের দেশে এসব পুরষ্কার টুরস্কারের কোনো ভ্যালু নেই।’
২০২১ সালের নির্বাচিত সিনেমা থেকে এ বছর ২৭ ক্যাটাগরিতে ৩৪টি পুরস্কার দেওয়া হচ্ছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ২০২১ সালে নির্বাচিত শিল্পীদের নাম প্রকাশ করা হয়েছে। প্রজ্ঞাপনে জানানো হয়েছে, এবারও যৌথভাবে আজীবন সম্মাননা পেয়েছেন অভিনেত্রী ডলি জহুর ও অভিনেতা ইলিয়াস কাঞ্চন। শ্রেষ্ঠ চলচ্চিত্র যৌথভাবে হয়েছে মাতিয়া বানু শুকুর ‘লাল মোরগের ঝুঁটি’ ও রেজওয়ান শাহরিয়ার সুমিতের ‘নোনাজলের কাব্য’। আর যৌথভাবে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পেলেন সিয়াম আহমেদ (মৃধা বনাম মৃধা) ও মীর সাব্বির মাহমুদ (রাতজাগা ফুল)। শ্রেষ্ঠ অভিনেত্রী যৌথভাবে আজমেরী হক বাঁধন (রেহানা মরিয়ম নূর) ও তাসনোভা তামান্না (নোনাজলের কাব্য)।