নব্যাকে আগামীতে ‘ফির জিদ্দি হি সহি’র একটি পর্বে দেখা যাবে সুপ্রিয়া পলের সঙ্গে। সেই শো-এর প্রোমো ভিডিওতে নব্যাকে বলতে শোনা যায়, ‘আমাকে হামেশাই একটি প্রশ্ন করা হয়।
তিনি বলেন, আমি যখন এগুলো শুনি আমি ভাবি আমি যদি আজ ৮০ বছর পর্যন্ত কাজটি করার জন্য অপেক্ষা করে যাই তাহলে এই সমাজের কী হবে? আমাদের দেশের যে জনসংখ্যা তার ৮০ শতাংশই তো যুব সম্প্রদায়। ২০-৩০ বছরের মধ্যেই বয়স সবার।
নব্যার বক্তব্য প্রকাশ্যে আসতেই বাহবা পেয়েছেন তিনি। অনেকেই প্রশংসা করেছেন তাঁর। এক ব্যক্তি লেখেন, ‘যাক বলিউডের কারও অন্তত প্রকৃত জ্ঞান আছে।’ আরেক ব্যক্তি লেখেন, ‘আমি সবসময় বিশ্বাস করি যে বয়স কেবলমাত্র একটা সংখ্যা।