নাসিম রুমি: “নতুন বছরের শুভেচ্ছা, সবার জন্য শুভকামনা। নতুন বছরটি সবার জন্য গুরুত্বপূর্ণ একটি বছর। আশা করছি, রাজনৈতিকভাবেই স্থিতিশীল পরিবেশ তৈরি হবে। আমরা যে সংস্কারের বাংলাদেশ দেখতে চাচ্ছি, সেটা দেখতে পাব।”— রাইজিংবিডির সঙ্গে আলাপকালে কথাগুলো বলেন গুণী অভিনেত্রী আজমেরী হক বাঁধন।
গত বছরের বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখেন আজমেরী হক বাঁধন। গণতান্ত্রিক সরকারের প্রত্যাশা করে ‘রেহানা মরিয়ম নূর’খ্যাত এ অভিনেত্রী বলেন, “আমরা যে সংস্কারের পথে হাঁটছি, সেটা যেন সঠিকভাবে হয়। একটি সুষ্ঠু, স্বাভাবিক নির্বাচন যেন হয়। মানুষের গণতান্ত্রিক অধিকার ভোট প্রয়োগ। মানুষ যেন ভোটের মাধ্যমে সরকার নির্বাচন করতে পারেন। নির্বাচিত সরকার দেশটাকে সুন্দরভাবে পরিচালিত করবে; সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যাবে। সুতরাং নতুন বছরটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ।”
রাজনৈতিক পরিস্থিতির কারণে গত বছর বেশ কিছু কাজ করার কথা থাকলেও তা করতে পারেননি বাঁধন। নতুন বছরে সেইসব কাজ শুরু করার প্রত্যাশা ব্যক্ত করেছেন এই অভিনেত্রী।
দেশের শোবিজ অঙ্গন নিয়েও আশাবাদী আজমেরী হক বাঁধন। তিনি বলেন, “মিডিয়া নিয়েও আমি খুবই আশাবাদী। পরিচালকরা কাজ নিয়ে সামনে হাঁটছেন। নারীপ্রধান গল্প নিয়ে কাজ হচ্ছে। আমি খুবই আশাবাদী। আমার মনে হচ্ছে, আমরা ভালো সময়ের দিকে যাচ্ছি।”
বেশ কিছু কাজ শেষ করেছেন বাঁধন। চলতি বছরে সেসব কাজ মুক্তি পাবে। এ তালিকায় রয়েছে— রেজওয়ান রহমান সুমিত নির্মিত সিনেমা ‘মাস্টার’। সানি সানোয়ার পরিচালিত সিনেমা ‘এশা মার্ডার”।