নাসিম রুমি: এবার ঈদে সারা দেশের ১০০ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত ছবি ‘লিডার: আমিই বাংলাদেশ’।
ঈদের দিন শাকিব–ভক্তরা প্রেক্ষাগৃহে মেতে ছিলেন। অন্যদিকে শাকিব তার গুলশানের বাসায় আনন্দে মেতেছিলেন দুই সন্তানকে নিয়ে।
ঈদের দিন সকালেই শাকিব খান বারিধারার একটি মসজিদে ঈদের নামাজ শেষ করে বাসায় ফেরেন। ঘরে ফিরেই মায়ের হাতে বানানো কয়েক পদের সেমাই খান। খেয়েছিলেন পছন্দের মোরগ–পোলাও।
দুপুরের বাসায় এসে পৌঁছায় বড় ছেলে আব্রাম খান জয়। ঘুমে থাকা বাবা শাকিবকে ডেকে তোলে জয়। এরপর দুজন নিজেদের মতো করে সময় কাটায়।সন্ধ্যায় বাবা-ছেলে মিলে ঢাকার ফাঁকা রাস্তায় ঘোরাঘুরি করে।
সন্ধ্যার পর বাবা শাকিব খানের সঙ্গে দেখা করতে এসেছিল ছোট ছেলে শেহজাদ খান বীরও। তিন বছর বয়সী বীর বাবার দেওয়া পায়জামা-পাঞ্জাবি পরেই এসেছিল।
বছরখানেক পর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শাকিব খানের নতুন চলচ্চিত্র ‘লিডার: আমিই বাংলাদেশ’। দীর্ঘদিন পর মুক্তি পাওয়া শাকিব খানের এই ছবি ঘিরে সিনেমাপ্রেমীদের বেশ আগ্রহ ছিল।
দর্শকের আগ্রহে প্রেক্ষাগৃহের শো বাড়ানোর মতো ঘটনাও ঘটেছে। তপু খান পরিচালিত এই ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন শবনম বুবলী।