English

23 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
- Advertisement -

আবার মঞ্চে নওশাবা

- Advertisements -

টিভি ও সিনেমায় অভিনয়ের পাশাপাশি মাঝেমধ্যে মঞ্চেও অভিনয় করেন নওশাবা আহমেদ। বেশ বিরতির পর ‘সিদ্ধার্থ’ নাটকে তাকে দেখা যাবে। জার্মান লেখক হেরমান কার্ল হেসের উপন্যাসের এ নাটকটির নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন রেজা আরিফ। এটি প্রযোজনা করেছে ‘আরশিনগর’।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে আগামী ৯ থেকে ১১ আগস্ট নাটকটির পরপর চারটি মঞ্চায়ন হবে।

নওশাবা বলেন, ‘টিভি নাটক ও সিনেমায় ব্যস্ত থাকলেও মঞ্চনাটকে অভিনয়ের অপেক্ষায় থাকি। আবারও মঞ্চে উঠব ভেবে ভালো লাগছে। এটি আমার অভিনীত দ্বিতীয় মঞ্চনাটক। শেখার জন্যই এতে কাজ করেছি। হেরমান হেসের উপন্যাসটি সমসাময়িক। রেজা আরিফ স্যারের নির্দেশনায় কাজ করতে পেরে নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে। এতে আমার চরিত্রটি কেমন, তা বলতে চাই না। আমি চাই, দর্শক মঞ্চে নাটকটি দেখুক। আশা করছি, নাটকটি সবার ভালো লাগবে।’

প্রসঙ্গত, গত বছরের শেষের দিকে প্রখ্যাত লেখক ও নাট্যকার দীনবন্ধু মিত্রের ‘নীল দর্পণ’ নাটক অবলম্বনে কমলা কালেক্টিভের নাটক ‘নীল ছায়া’য় মঞ্চে প্রথম অভিনয় করেছিলেন নওশাবা। ­

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন