নাসিম রুমি: বলিউড বাদশাহ শাহরুখ খান। বলিউডে তার আধিপত্য নিয়ে নতুন করে আর ব্যাখ্যা দেওয়ার কিছু নেই। ২০২৩ সালটি তার জন্য স্বপ্নের মতো কেটেছে। একে একে ২ সিনেমা ইতিহাস গড়ে আয় করেছে হাজার কোটি রুপির বেশি।
তবে ভক্তদের জন্য দুঃসংবাদও ছিল। যে তিনি আর ডন চরিত্রে অভিনয় করবেন না। এবার সুখবর দিলো ভারতীয় গণমাধ্যম কুইমুই। আবারও ডন হয়ে আসছেন তিনি।
আগেই ফারহান আখতারের ডন ফ্রাঞ্চাইজি থেকে নাম সরিয়ে নিয়েছেন শাহরুখ। ঘোষণা হয়ে গেছে নতুন ডনের নামও। তবে শাহরুখ আসছেন নির্মাতা সুজয় ঘোষের স্পাই থ্রিলার সিনেমা ‘দ্য কিং’- ডন হয়ে।
ভারতীয় এই গণমাধ্যম এমনটাই নিশ্চিত করেছে। যেখানে বলা হয়, এই ডন আরও ভয়ংকর রুপ নিয়ে আসছেন।
এই সিনেমায় বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে শাহরুখ কন্যা সুহানা খানের। বিগ বাজেটের এই সিনেমাটি নির্মাণ করা হবে ২০০ কোটি রুপি খরচ করে। এমন খবরে ইতোমধ্যেই শাহরুখ ভক্তদের মধ্যে উত্তেজনা শুরু হয়ে গেছে।
এটি প্রযোজনা করছে পাঠান নির্মাতা সিদ্ধার্থ আনন্দ এবং গৌরী খানের রেড চিলিস এন্টারটেইনমেন্ট।