নাসিম রুমি: জুলাইয়ের ছাত্র আন্দোলনে প্রাণ হারিয়েছেন শিক্ষার্থীসহ বহু মানুষ, অনেকে আহত হয়ে এখনো কাতরাচ্ছেন হাসপাতালের বিছানায়। সামর্থ্যের অভাবে তাদের অনেকেই সুচিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন। আন্দোলনে আহত এসব ব্যক্তিদের পাশে দাঁড়ানোর আহ্বান জানালেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও সংগীতশিল্পী আসিফ আকবর।
তাদের চিকিৎসার জন্য কনসার্টের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন আসিফ আকবর। সম্প্রতি এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদের সঠিক তালিকা এখনো পাওয়া যায়নি। বুলেটবিদ্ধ আহত ছাত্র-জনতা কাতরাচ্ছেন দেশের বিভিন্ন হাসপাতালে। অন্তর্বর্তী সরকার নিশ্চয়ই এ বিষয়ে কাজ করছে। অনেকেই আছেন যাদের চিকিৎসার সামর্থ্য নেই, অথচ সুচিকিৎসা প্রয়োজন। বাংলাদেশের সমৃদ্ধ ব্যান্ডগুলো এরই মধ্যে একটা পেশাদারত্বের ছকে আছে। তারা জানে কনসার্ট থেকে কীভাবে উপার্জন করতে হয়। আমরা সলো আর্টিস্টরাও পারব, কনসার্টের মাধ্যমে ফান্ড রাইজ করতে। প্রয়োজন প্রোপার ম্যানেজমেন্ট। দেশের মানুষকে কনসার্টের মাধ্যমে আহত ছাত্র-জনতার চিকিৎসায় সম্পৃক্ত করা যায়, তারা স্বতঃস্ফূর্তভাবেই অংশ নেবে। জালিমের বিদায়ের পর দেশ আবারও মুখরিত হবে তারুণ্যের উচ্ছ্বাসে।’ তবে কনসার্টটির ব্যাপারে বিস্তারিত তথ্য জানাননি আসিফ।
এদিকে আহত শিক্ষার্থীদের চিকিৎসার জন্য ব্যবসায়ীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন মোস্তফা সরয়ার ফারুকী। নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে তিনি লেখেন, ‘বাংলাদেশের ব্যবসায়ী সমাজের প্রতি আহ্বান, আপনারা জুলাই বিপ্লবে আহতদের চিকিৎসা সহায়তায় এগিয়ে আসেন। বিজ্ঞাপন এবং ইমেজ বিল্ডিংয়ের পেছনে খরচ কমিয়ে এখানে খরচ করেন। বাংলাদেশের মানুষের মনের গভীরে জায়গা হবে আপনাদের, যা হাজারো মার্কেটিং স্ট্র্যাটেজি দিতে পারবে না।’