ভারতের সবচেয়ে বড় চলচ্চিত্র উৎসবে আমন্ত্রণ পেয়েছেন নতুন প্রজন্মের জনপ্রিয় উপস্থাপক, মডেল ও নবাগত চিত্রনায়িকা জাহারা মিতু। এ উৎসবের নাম ‘৫৩ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়া’ (আইএফএফআই)।
বুধবার (১৬ নভেম্বর) এই তথ্য নিশ্চিত করেছেন জাহারা মিতু।
আন্তর্জাতিক চলচ্চিত্র এই উৎসবটি অনুষ্ঠিত হবে আগামী ২০ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত। ভারতের পাশাপাশি বিভিন্ন দেশের চলচ্চিত্র এখানে প্রদর্শিত হবে। এবারের এই চলচিত্র উৎসবে ৭৯টি দেশের মোট ২৮০টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। অস্ট্রেলিয়ান চলচ্চিত্র পরিচালক ডিয়েটার বার্নারের ‘আলমা অ্যান্ড অস্কার’ সিনেমা প্রদর্শনের মধ্য দিয়ে এ অনুষ্ঠানের উদ্বোধন করা হবে।
জানা গেছে, এই চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের জন্য ভারতের ২০টি নন ফিচার ও ২৫টি ফিচার ফিল্ম বেছে নেওয়া হয়েছে।
উল্লেখ্য, মুক্তির অপেক্ষায় রয়েছে জাহারা মিতুর বেশ করয়েকটি সিনেমা। এরমধ্যে ‘আগুন’, ‘কমান্ডো’, ‘কুস্তিগীর’, ‘শত্রু’, ‘জয় বাংলা’ অন্যতম। এছাড়াও ‘যন্ত্রণা’সহ বেশকিছু সিনেমার কাজ করছেন তিনি। নতুন করে চুক্তিবদ্ধ হয়েছেন ‘দ্য ডল-ডেথ অব লিভিং লিজেন্ড’ এখানে তার বিপরীতে আছেন জিয়াউল রোশান।