নাসিম রুমি: বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা ও ক্রিকেটার বিরাট কোহলি। কাজের বাইরেও দুই সন্তানকে নিয়ে ব্যস্ততা তাদের। বিরাটের খেলা চলায় দুই সন্তানকে নিয়ে এখন আমেরিকায় রয়েছেন অভিনেত্রী। এরই মধ্যে চলে আসলো বিশ্ব বাবা দিবস। দিবসটি ঘিরে সন্তানের বাবাকে শুভেচ্ছা জানাতে আদুরে বার্তা দিলেন স্ত্রী আনুশকা। যা সামাজিক মাধ্যমে ভাগ করে নিতেই বিস্মিত বিরাট-আনুশকার ভক্তরা।
এবারের বাবা দিবসটি বিরাট কোহলির জন্য স্পেশাল। কারণ, ছেলে অকায়ের জন্মের পর প্রথম বাবা দিবস বিরাটের। তাই সন্তানের বাবাকে চমকে দিতে বিরাট কন্যা ভামিকার হাতে আঁকা একটি কার্ড দিয়ে শুভেচ্ছা জানালেন অভিনেত্রী।
রোববার সামাজিক মাধ্যমে একটি পোস্ট শেয়ার করেন আনুশকা শর্মা। ছবিতে দেখা যায়, একটি কাগজের ওপর বিভিন্ন রঙ দিয়ে লিখে বাবা দিবসের শুভেচ্ছা জানানো হয়েছে। ওই লেখার ওপরেই আঁকানো দুটি পায়ের ছাপ স্পষ্ট। অভিনেত্রী লেখেন, ‘কীভাবে একজন মানুষ জীবনের সর্বক্ষেত্রে পারদর্শী হতে পারেন! বিস্ময়কর….. আমরা তোমাকে ভালোবাসি বিরাট’।
যদিও ওই পোস্টে আনুশকা উল্লেখ করেননি যে কার্ডটি ভামিকা তৈরি করেছে। তবে কাঁচা হাতের কাজ দেখে স্পষ্ট আনুশকার তিন বছরের শিশু কন্যাই এটি বানিয়েছে। হাতে আঁকা কার্ডটিতে দুটি হলুদ রঙের যে পায়ের ছাপ দেখা যাচ্ছে, সেটি বিরাট ও তার কন্যা ভামিকার পায়ের ছাপ হিসেবে ধরা হয়েছে।
পোস্টটির মন্তব্যঘরে ভালোবাসায় ভরিয়ে দেন বিরাট-আনুশকার বিস্মিত ভক্তরা। একজন লিখেছেন, ‘ইন্টারনেটে দেখা সবচেয়ে সুন্দর জিনিস।’ আরেকজন লিখেছেন, ‘এটা কি আকায়ের পায়ের ছাপ?’ একজন লিখেছেন, ‘নিশ্চিতভাবে এটা ভামিকা ও বিরাটের পায়ের ছাপ।’
২০১৭ সালের ১১ ডিসেম্বর বিয়ের পিড়িতে বসেন বিরাট-আনুশকা। ২০২১ সালের ১১ জানুয়ারি তাদের ঘর আলো করে আসে প্রথম সন্তান ভামিকা। এরপর ২০২৪ সালের ১৫ ফেব্রুয়ারি তাদের দ্বিতীয় সন্তান অর্থাৎ পুত্র সন্তানের জন্ম হয়।