নাসিম রুমি: বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও ভারতীয় তারকা ক্রিকেটার বিরাট কোহলির স্ত্রী আনুশকা শর্মার ক্যারিয়ার শেষ করে দিতে চেয়েছিলেন প্রযোজক ও পরিচালক করণ জোহর।
২০১৬ সালে এক সাক্ষাৎকারে পরিচালক নিজের মুখেই তা স্বীকার করেছেন।
ইনস্টাগ্রাম স্টোরিতে ‘মণিকর্ণিকা’র পরিচালক কঙ্গনা রানাউত একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে আনুশকা শর্মাকে পাশে বসে একটি সাক্ষাৎকারে দেন করণ জোহর।
সেই সাক্ষাৎকারে করণ জোহর বলেন, আনুশকার ক্যারিয়ার আমি একেবারে নষ্ট করে দিতে চেয়েছিলাম। আদিত্য চোপড়া আমাকে একটি সিনেমার জন্য আনুশকার ছবি দেখিয়েছিল, আমি আনুশকাকে নিতে নিষেধ করি। আমি চেয়েছিলাম আদিত্য যেন আনুশকার সঙ্গে সই না করে, তখনকার সময়ের প্রথমসারির অন্য এক অভিনেত্রীকে নিতে বলি। এই পুরো ষড়যন্ত্রের পেছনে আমি ছিলাম।
যদিও ২০০৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘রব নে বনা দি জদি’ ছবিটিতে আনুশকাই শেষ পর্যন্ত অভিনয় করেন। সেই ছবির মাধ্যমেই বলিউডে পা রাখেন আনুশকা।
করণ জোহর আরও বলেন, তখন আমি আনুশকা শর্মার ছবিটা খুব অবহেলার দৃষ্টিতে দেখেছিলাম।কিন্তু তার ভুল ভাঙে ‘ব্যান্ড বাজা বারাত’ ছবিতেও আনুশকা শর্মা অসাধারণ পারফরম্যান্স দেখে।
এখন অবশ্য করন জোহর-আনুশকার বন্ধুত্ব খুবই গভীর। প্রযোজকের ব্যবহার মনে রাখেনি।