English

17 C
Dhaka
সোমবার, জানুয়ারি ২০, ২০২৫
- Advertisement -

আনন্দ মেলায় ফেরদৌস-পূর্ণিমা

- Advertisements -

ঈদ এলেই বিটিভির বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দ মেলা’র জন্য দর্শক এখনো অধীর আগ্রহে অপেক্ষা করেন। কারণ ঈদ ‘আনন্দ মেলা’ই হচ্ছে দর্শকের জন্য বাড়তি ঈদ আনন্দ। চিত্রনায়ক ফেরদৌস ও চিত্রনায়িকা পূর্ণিমা এর আগে বিটিভির ‘আনন্দ মেলা’ অনুষ্ঠান তিনবার উপস্থাপনা করেছেন। এ নিয়ে চতুর্থবারের মতো তারা দুজন উপস্থাপনা করলেন। তবে এবার তারা দুজন বিটিভির চট্টগ্রাম কেন্দ্রের জন্য উপস্থাপনা করেছেন।

এই প্রথমবার চট্টগ্রাম কেন্দ্রের জন্য আনন্দ মেলা নির্মিত হলো। জানা যায়, ফেরদৌস ও পূর্ণিমা প্রচণ্ড গরমে চট্টগ্রাম বন্দর পতেঙ্গা এলাকায় শুটিং করেছেন। ফেরদৌস বলেন, ‘এটা সত্যি যে, বাংলাদেশের কোনো তারকা জুটি এতবার আনন্দ মেলার উপস্থাপনা করেননি। কিন্তু আমি আর পূর্ণিমা করেছি। এবং দর্শকের ভালোবাসা পেয়েছি। আর পূর্ণিমাও ভীষণ উপভোগ করছেন কাজটি। তিনি বলেন, নিজের এলাকায় ঈদ আনন্দ মেলা বিশেষভাবে নির্মিত হচ্ছে। সবকিছু মিলিয়ে একটা ব্যতিক্রমধর্মী আনন্দ মেলায় আমরা দুজন অংশগ্রহণ করতে পেরে ভীষণ খুশি। আশা করছি দর্শকের ভালো লাগবে।’

আনন্দ মেলায় পারফর্ম করেছেন চিত্রনায়িকা রোজিনা, গান গেয়েছেন নকীব খান, চট্টগ্রামের অনেক শিল্পী, মিস বাংলাদেশ তোসা, মিস্টার বাংলাদেশ ফাহিম, পাহাড়ি একটি ব্যান্ডদল গেয়েছে। আইয়ুব বাচ্চু স্মরণে নাটাই ব্যান্ডদল গান গেয়েছে। চিত্রনায়িকা কবরী, শাবানা, অঞ্জু ঘোষকেও ট্রিবিউট করা হয়েছে।

ঈদের দিন বিটিভির চট্টগ্রাম কেন্দ্রে এই বিশেষ ঈদ ‘আনন্দ মেলা’ প্রচার হবে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আজকের রাশিফল

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন