English

24 C
Dhaka
বুধবার, জানুয়ারি ২২, ২০২৫
- Advertisement -

আনকাট সেন্সর ছাড়পত্র পেল ‘টাইগার ৩’

- Advertisements -

নাসিম রুমি: কোনো ধরনের বিতর্ক বা কর্তন ছাড়াই সেন্সর ছাড়পত্র পেল সালমান খানের অসন্ন সিনেমা ‘টাইগার ৩’। মণীশ শর্মা পরিচালিত এ সিনেমায় সালমানের বিপরীতে দেখা যাবে ক্যাটরিনাকে।

ভারতীয় সেন্সর বোর্ড থেকে ইউ/এ সার্টিফিকেট পেয়েছে ‘টাইগার ৩’। অর্থাৎ সব বয়সীরাই প্রেক্ষাগৃহে গিয়ে ২ ঘণ্টা ৩৩ মিনিট দৈর্ঘ্যের সিনেমাটি দেখতে পারবে। তবে ১২ বছর বা তার কম বয়সীদের ক্ষেত্রে বাবা-মা বা কোনো অভিভাবক সঙ্গে থাকতে হবে।

এ ছাড়া আগামী ৫ নভেম্বর থেকে এ সিনেমার টিকিটের অগ্রিম বুকিং শুরু হবে বলে ভারতীয় সংবাদমাধ্যমে খবর এসেছে।

সালমান খান এজেন্ট টাইগার হয়ে ফিরে এসেছে আরেকটি মারাত্মক মিশন নিয়ে। এর আগে টাইগার বার্তা দিয়েছিলেন যে নিজেকে নির্দোষ এবং দেশপ্রেমী প্রমাণ করার জন্যই তিনি আসছেন। এ ছবিতে শাহরুখ খানকে একটি বিশেষ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে।

এর আগে ২০১২ সালে মণীশ শর্মা পরিচালিত যশরাজ ফিল্মসের ‘এক থা টাইগার’ মুক্তি পেয়েছিল। এর ঠিক ৫ বছর পর মুক্তি পায় ‘টাইগার জিন্দা হ্যায়’। আর এখন আসছে ‘টাইগার ৩’। যেটির অপেক্ষায় ছিল সালমানভক্তরা।

আসন্ন দিওয়ালিতে হিন্দি, তামিল এবং তেলেগু ভাষায় মুক্তি পেতে যাচ্ছে ‘টাইগার ৩’। এটি টাইগার ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন