অবশেষে সাতপাকে বাঁধা পড়লেন দক্ষিণী সিনেমার অভিনেতা আদি পিনিশেঠি ও অভিনেত্রী নিকি গালারনি। বুধবার (১৮ মে) চেন্নাইয়ে হিন্দু রীতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। এ সময় দুই পরিবারের সদস্য ও তাদের ঘনিষ্ঠ বন্ধু-বান্ধব উপস্থিত ছিলেন। খবর টাইমস অব ইন্ডিয়ার।
বেশকিছু সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন আদি-নিকি। গত কয়েক বছর ধরে প্রেমের সম্পর্কে ছিলেন। পরস্পরের পারিবারিক বিভিন্ন অনুষ্ঠানেও দেখা গেছে তাদের। চুটিয়ে প্রেম করার পর চলতি বছরের মার্চে বাগদান সারেন এই প্রেমিক যুগল। বিয়ের মধ্য দিয়ে চারহাত এক হলো তাদের।
২০০৬ সালে তেলেগু ভাষার ‘ওকা ভি চিত্রাম’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে আদির। এ পর্যন্ত তার অভিনীত ২০টি সিনেমা মুক্তি পেয়েছে। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র হলো—‘রাঙ্গাস্থালাম’, ‘সারাইনোড়ু’ ‘ইউ টার্ন’, ‘ইরাম’, ‘আড়ু পুলি’ প্রভৃতি।